পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির - Lok Sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha election 2024: সংকল্পপত্র প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

ETV Bharat
রাজনাথ সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 9:34 AM IST

Updated : Apr 14, 2024, 11:34 AM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল: "আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে", ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চিকিৎসা থেকে গ্যাসের সিলিন্ডার, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, পর্যটনে জোর দিয়েছে গেরুয়া শিবির ৷ এদিন গরিব, যুব, অন্নদাতা এবং নারী শক্তির (জিওয়াইএএন) চার প্রতিনিধির হাতে এই সংকল্প পত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা চারজনই কোনও না কোনওভাবে বিজেপি সরকারের প্রকল্পের সুবিধে পাচ্ছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি ৷ বারবার এই কথা শোনা গিয়েছে তাঁর প্রধানমন্ত্রীর গলায় ৷ এদিন ইস্তেহার প্রকাশের সময় তিনি বলেন, "4 জুন ভোটের ফলাফল প্রকাশের পরে দ্রুত কাজ শুরু করে দেবে বিজেপি সরকার ৷"

বিজেপির সংকল্প পত্রে কী কী প্রতিশ্রুতি ?

  • আয়ুষ্মান ভারতের অধীনে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ৷
  • 70 বছরের বেশি বয়সি প্রবীণদের চিকিৎসা আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে ৷ প্রবীণদের 5 লক্ষ অর্থমূল্যের চিকিৎসা হবে বিনামূল্যে ৷
  • পরিকাঠামো নির্মাণের মাধ্যমে কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে বিজেপি ৷
  • স্টার্টআপ তৈরিতে জোর ৷
  • সংকল্প পত্রে যুব ভারতের যুবক-যুবতীদের আকাঙ্খা পূরণ ৷
  • গত 10 বছর 25 কোটি মানুষকে গরিবি থেকে বের করে আনা হয়েছে ৷ তবে যারা গরিবি থেকে উঠে এসেছে ৷ তাদের এরপরেও দীর্ঘ সময় ধরে সাহায্য করা দরকার ৷ যাতে কোনওভাবে তারা কোনও সমস্যায় পড়ে গরিবির মধ্যে চলে যেতে বাধ্য না হয় ৷
  • আগামী 5 বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷
  • 3 কোটি বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সংকল্প পত্রে ৷
  • সস্তায় সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাপাশি এবার পাইপ দিয়ে সস্তায় রান্নার গ্যাসও পৌঁছে যাবে ৷
  • কোটি কোটি গরিব পরিবারের বিদ্যুতের বিল যেন শূন্য হয় ৷ সেবিষয়ে ভাবনাচিন্তা করছে বিজেপি ৷ ইতিমধ্যে পিএম সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পে এক কোটি মানুষ নাম নথিভুক্ত করেছে ৷ এই প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে ৷ পাশাপাশি বিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত রোজগারও হবে ৷
  • দেশের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম চার অংশে চারটি বুলেট ট্রেন চালু ৷
  • আরও বেশি বন্দে ভারত ট্রেন চালু ৷

এদিন সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে বিজেপি সভাপতি জেপি নাড্ডা করোনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদানের কথা তুলে ধরেন ৷ তিনি জানান, দেশের সঙ্গে সঙ্গে বিশ্বকেও ভ্যাকসিন দিয়েছে ভারত ৷ 2020 সালের 20 এপ্রিল প্রধানমন্ত্রী টাস্ক ফোর্স গড়েন ৷ 9 মাসের মধ্যে দু'দুটি ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করে দেশকে বাঁচিয়েছে ৷ শুধু দেশই নয়, বিশ্বকেও পথ দেখিয়েছেন তিনি ৷ সংকল্প পত্র প্রকাশের দিন বক্তৃতায় এই করোনাকালে প্রধানমন্ত্রী অবদান নিয়ে বললেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা ৷ রবিবার সকালে সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিং ৷

এদিন সভাপতি নাড্ডা বলেন, "2029 সালে সংসদের লোকসভায় 33 শতাংশ মহিলা সদস্য থাকবেন ৷" তিনি বিজেপির 10 বছরের শাসনকালে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে জম্মু-কাশ্মীরের 370 ধারা অবলুপ্তির রামমন্দির নির্মাণের কথা উল্লেখ করেন ৷ বিজেপি সভাপতি আরও বলেন, "বিগত 10 বছরে যা হয়েছে, তা পরিষ্কার জনাদেশের ফলাফল ৷"

আরও পড়ুন:

  1. 'গেম অন' মুডে মোদি, নাম না-করে রাহুলকে 'আনাড়ি' বলে কটাক্ষ
  2. মাছ-মাংস বাঙালির মজ্জায়, 'আমিষ' বিতর্কে প্রধানমন্ত্রীকে বিঁধে বললেন সাগরিকা-মহুয়া
Last Updated : Apr 14, 2024, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details