পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে অনুপ্রবেশ, সংখ্যালঘুদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা ! 7 বছরের জেল বাংলাদেশির - BANGLADESHI MAN JAILED FOR 7 YEARS

বাংলাদেশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে 2014 সালে ভারতে চলে আসে সে ৷ জঙ্গি কার্যকলাপের জাল বিস্তারের জন্য তহবিল গড়তে শুরু করে ধৃত ওই বাংলাদেশি ৷

BANGLADESHI MAN JAILED FOR 7 YEARS
বাংলাদেশিকে 7 বছরের কারাদণ্ড এনআইএ-র (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 1:05 PM IST

বেঙ্গালুরু, 31 ডিসেম্বর: বাংলাদেশে 2005 সালে ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ৷ কাঁটাতার পেরিয়ে 2014 সালে ভারতে অনুপ্রবেশ ৷ ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে অবশেষে সেই বাংলাদেশিকে 7 বছরের কারাদণ্ডের সাজা শোনাল এনআইএ-এর বিশেষ আদালত ৷ সেই সঙ্গে, 57 হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে ৷

সোমবার বাংলাদেশি নাগরিক জাহিদুল ইসলাম ওরফে কৌসরকে সাজা শোনায় বেঙ্গালুরুতে এনআইএ-র বিশেষ আদালত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ বিবৃতি অনুযায়ী, দীর্ঘদিন ধরে এদেশে জঙ্গি সংগঠনের জাল বিস্তারের জন্য তহবিল জমা করছিল কৌসর ৷ শুধু তাই নয়, সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে সংখ্যালঘু যুবকদের উগ্র মৌলবাদী উস্কানিমূলক মন্তব্যে 'ব্রেনওয়াশ'ও করত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ ইন্ডিয়ার এই সদস্য ৷ অবশেষে এনআইএ-র জালে ধরা পড়ে সে ৷

জঙ্গি কার্যকলাপ বাদে ডাকাতির সঙ্গেও যুক্ত ছিল কৌসর ৷ এনআইএ-র দাবি, 2018 সালে বেঙ্গালুরুতে 4টি ডাকাতির ঘটনার সঙ্গে তার যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ মূলত, ডাকাতির টাকা দিয়েই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কেনাকাটা করত সে ৷ এই মামলায়, এখনও পর্যন্ত 11 জনকে সাজা শুনিয়েছে এনআইএ বিশেষ আদালত ৷

এনআইএ আরও জানিয়েছে, 2014 সালে জেএমবি-র মাথা সালাউদ্দিন সালেহিনের সঙ্গে ভারতে প্রবেশ করে সে ৷ এরপর বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে নাম উঠে আসে তার ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই বিস্ফোরণের পর সঙ্গীদের সঙ্গে বেঙ্গালুরুতে পালিয়ে যায় জাহিদুল ৷ সেখানে বসে বাংলা ও অসমের সংখ্যালঘু যুবকদের উস্কানিমূলক পরামর্শ দিতে শুরু করে ৷ 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্তে এই জাহিদুল ৷

পড়ুন:গ্রেফতার বাংলাদেশি জঙ্গি সাব শেখের আত্মীয়, কীভাবে এল পুলিশের জালে?

ABOUT THE AUTHOR

...view details