পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমাকে বোকা বলো না... - April Fools Day 2023 - APRIL FOOLS DAY 2023

April Fool's Day 2023: আজ 1 এপ্রিল, বোকা বানানের দিন । হাসি-মজা করতেই এই দিনটি পালিত হয় ৷ বন্ধু-বান্ধবদের মজা করতেই এপ্রিল ফুল দিবসের সূচনা ৷

April Fool's Day 2023
বোকা হয়েও প্রাণ খুলে হাসুন

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 2:36 PM IST

Updated : Apr 1, 2024, 6:47 PM IST

হায়দরাবাদ:এপ্রিল মাসের প্রথম দিন, বোকা বানানোর দিন ৷ অনেকে এই বিশেষ দিনে আশেপাশের মানুষজনকে বোকা বানাতে পিছপা হন না কেউই ৷ এই দিনটা বোকা বানানো অবশ্য কোনও দোষের নয় ৷ নিছক মজা করতেই অনেকে বোকা বানান আজকের দিনে ৷ এপ্রিল মাসের প্রথম দিনটিই এপ্রিল ফুল ৷

1 এপ্রিল কেন পালিত হয় এপ্রিল ফুল দিবস ?

এপ্রিল ফুল দিবস নিয়ে একাধিক গল্প প্রচলিত আছে ৷ 16 শতকের শেষ দিক থেকে 1 এপ্রিল বোকা বানানোর দিন বা এপ্রিল ফুল হিসাবে পালিত হয় ৷ শুধু বোকা বানানোর দিন নয়, অতীতে 1 এপ্রিলে নববর্ষ পালিত হয় ৷ 16 শতকের পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করেছিলেন ৷ সেই মতে 1 জানুয়ারি নতুন বছর শুরু হয় ৷

কিছু মানুষ নতুন পরিবর্তন মেনে নিলেও, অনেকে এই পরিবর্তন নিয়ে অবগত ছিলেন না ৷ তাঁরা পুরনো প্রথা মতো 1 এপ্রিল পালন করতে থাকেন নববর্ষ ৷ তাঁদের দেখে কিছু মানুষ জন উপহাস করা শুরু করেন ৷ সেই সঙ্গে তাঁদের 'বোকা' হিসাবে চিহ্নিত করেন ৷ এভাবেই এপ্রিলের প্রথম দিনে এপ্রিল ফুল দিবস পালনের প্রথা চালু হয়।

কীভাবে মানুষ সারা বিশ্বে এপ্রিল ফুল দিবস উদযাপন করে ?

বিশ্বব্যাপী সমস্ত দেশ জুড়ে মজার ছলে পালিত হয় এপ্রিল ফুল ৷ এই দিন ব্যাঙ্কে বিভিন্ন কাজ হলেও, ছুটি থাকে । তাছাড়া, ফ্রান্সে-এপ্রিল ফুলের দিন শিশুদের পিঠে কাগজের মাছ লাগিয়ে বন্ধুদের সঙ্গে মজা করার প্রথা রয়েছে । স্কটল্যান্ডে, এপ্রিল ফুল দুই দিন ধরে হয় ৷ এপ্রিল মাসের দ্বিতীয় দিন টেলি ডে নামে পরিচিত ৷ কোথাও কোথাও এটি থেকে ‘কিক মি’ চিহ্নের আর্বিভাব হয়েছে বলে মনে করা হয় ৷ 1986 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রতি বছর এপ্রিল ফুল দিবস পালিত হয় ৷ নিছক মজার ছলে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয় প্রতি বছর । কানাডা, ইংল্যান্ডেও 1 এপ্রিল দুপুরের পর প্র্যাঙ্ক খেলার প্রথা রয়েছে।

ভারতে 'এপ্রিল ফুল দিবস' উদযাপন কখন শুরু হয়েছিল ?

মিডিয়া রিপোর্ট অনুসারে, ব্রিটিশরা 19 শতকে ভারতে এপ্রিল ফুলের প্রচলন করেন ৷ বর্তমানে মানুষজন মজা করেন এই বিশেষ দিনে ৷ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফ্রিকার মতো দেশে, এপ্রিল ফুল দিবস 12টা পর্যন্ত পালিত হয়। কানাডা, আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশে এপ্রিল ফুল দিবস পালিত হয় 1 এপ্রিল সারা দিন ৷

স্মরণীয় কৌতুক: সংবাদপত্র, টেলিভিশন, রেডিয়ো এবং সোশ্যাল মিডিয়াতেও এপ্রিল ফুল দিবস নিয়ে মজার অনুষ্ঠান হয় ৷ তথ্য অনুয়ায়ী, টাইমস অফ লন্ডন 1992 সালে বেলজিয়াম হল্যান্ডে একটি সভায় যোগদান করে । দ্য ইভনিং স্টার অফ আইলিংটন 1864 সালে 1 এপ্রিলের পরের দিন কৃষি হলে গাধার প্রদর্শনের বিজ্ঞাপন দেয় । যারা সেটি দেখেতে গিয়েছিল, তাঁরা বুঝতে পেরেছিল গাধাগুলি আসলে কে ছিল। 1950 সালে, দ্য প্রোগ্রেস ইন ক্লিয়ারফিল্ড, পেনসিলভানিয়া, শহরের উপর দিয়ে উড়ন্ত একটি ইউএফও-র ছবি প্রকাশ করে। একটি সত্যিকারের উড়ন্ত সসারের প্রথম প্রকাশিত ছবির "স্কুপড" বড় প্রকাশনা আছে বলে দাবি করা হয় ।

এপ্রিল ফুল দিবসের তাৎপর্য:এপ্রিল ফুল সারা বিশ্বে পালিত হয়। যদিও এটি এমন একটি দিন যখন লোকেরা প্রায় কোনও কিছু থেকে দূরে চলে যায় ৷ তাদেরকে একত্রিত কে মজা করা হয় ৷ এপ্রিল ফুল দিবস হল নিছক বন্ধুদের সঙ্গে মজা করে তা উপভোগ করার।

এপ্রিল ফুল নিয়েই ডাবলিন চিড়িয়াখানার একজন মুখপাত্র মিস্টার সি লিয়ন্স জানান, চিড়িয়াখানায় কর্মরত 1 লক্ষেরও বেশি কর্মী কাজের চাপে 'তাদের রসবোধ হারিয়ে ফেলেছিলেন'। তাদেরকে উজ্জীবিত করতেই ফোন করেন ৷ তাদের হাসানোর চেষ্টা করেন ৷

'ভুয়ো খবর'-এর যুগে বছরের একটি সাধারণ দিনে কাজ করা প্রায়শই কঠিন হয় যখন আমাদের এমন কিছু বিশ্বাস করার জন্য প্রতারিত করা হয় যা সত্য নয়, তবে এপ্রিল ফুল দিবসে আপনাকে আরও সতর্ক হতে হবে। ঐতিহ্যটি কীভাবে শুরু হয়েছিল তা সঠিকভাবে কেউ জানে না, তবে প্রচুর লোক রয়েছে যারা এই হালকা-হৃদয় দিনটি উপভোগ করে এবং ঐতিহ্যটিকে বাঁচিয়ে রাখতে খুশি।

আরও পড়ুন:

  1. আজ মানুষকে বোকা বানানোর দিন, 'এপ্রিল ফুল' কেন পালন হয় জানেন?
  2. 'বিউ ইজ অ্যাফ্রেড'-এর সেটে অজ্ঞান হয়ে যান জোয়াকিন ফিনিক্স, এপ্রিল-ফুল স্ক্রিনিংয়ে জানালেন পরিচালক
Last Updated : Apr 1, 2024, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details