বারাণসী, 20 জানুয়ারি: আমন্ত্রণ ফেরালেন ডোনাল্ড ট্রাম্পের শপথে ডাক পাওয়া একমাত্র ভারতীয় শিল্পী ৷ বারণসীর বিখ্যাত সরোদ বাদক পন্ডিত অমিত ভট্টাচার্যকে শপথে হাজির থাকতে আমন্ত্রণ করা হয়েছিল ৷ কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে থাকছেন না বলেই অনুপস্থিত থাকারা সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷
প্রস্তাব ফিরিয়ে অমিত জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন না বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছে ৷ তিনি বলেন, "আমায় ডাকা হয়েছিল ৷ জানুয়ারি মাসের 7 তারিখ আমন্ত্রণ পেয়েছিলাম ৷ ঠিকই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির থাকবেন না বলে আমিও যাচ্ছি না ৷ তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বিশ্বের দরবারে তিনিই আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতিনিধিত্ব করেন ৷ "
জীবনে কখনও আমেরিকা যাননি ৷ আর বৃদ্ধ বয়সে পৌঁছে যেতেও চান না পন্ডিত অমিত ভট্টাচার্য ৷ তাঁর কথায়, "বারাণসীতে আমরা যে শান্তি পাই তা আর কোথাও নেই ৷ আমার অন্য কোথাও থেকে কিছু চাওয়ার নেই ৷ ভগবানের আশীর্বাদে যা চাই সব এখান থেকেই পাই ৷ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাই ৷ আশা করি ওখানে শান্তি বজায় থাকবে ৷ আরও আশা করি, প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও ভালো হবে ৷ "
পন্ডিত অমিত ভট্টাচার্যর বাবা ছিলেন পন্ডিত যতীন ভট্টাচার্য ৷ তিনি উস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য ৷ গত 7 তারিখ অমিতের কাছে একটি চিঠি আসে ৷ ওয়াশিংটন থেকে সেই চিঠি লিখেছিলেন ট্রাম্পের শপথ গ্রহণ কমিটির চেয়ারম্যান জে মার্ক বার্নস ৷ সেখানেই ট্রাম্পের শপথে উপস্থিত থাকতে অনুরোধ করা হয় পন্ডিত অমিত ভট্টাচার্যকে ৷ তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন ৷
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুকেশ অম্বানি এবং তাঁর স্ত্রী নীতা ৷ শুধু তাই নয়, ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে 'ট্রাম্প ন্যাশনাল স্টার্লিং'-এ ক্যান্ডেললিট ডিনারও সেরে ফেলেছেন তাঁরা ৷ সূত্রের খবর, 18 জানুয়ারি সন্ধ্যায় এই অনুষ্ঠানে বাছাই করা একশো জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ৷