পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ 'অনুপমা'-খ্যাত রূপালির - RUPALI GANGULY JOINS BJP

Rupali Ganguly: লোকসভা নির্বাচন চলাকালীন বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ৷ যোগদানের পর তিনি বললেন, "উন্নয়নের এই মহাযজ্ঞে যোগ দিতে চেয়েছিলাম ৷ আজ তাই করেছি ৷ আগামিদিনে আপনাদের আশীর্বাদ কাম্য ৷"

Actress Rupali Ganguly
অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 9:14 PM IST

নয়াদিল্লি, 1 মে: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন ৷ আগামী 7 মে তৃতীয় দফার নির্বাচন ৷ এরই মধ্যে সকলকে চমকে বুধবার বিজেপিতে যোগ দিলেন 'অনুপমা' খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ৷ এদিন সকালে বিজেপির কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে এবং অনিল বালুনি সাংবাদিক সম্মেলন করে তাঁকে দলে যোগদান করান ৷

এদিন পদ্মফুলের নকশা আঁকা গেরুয়া রঙের শাড়ি পড়ে বিজেপির কার্যালয়ে উপস্থিত হন রূপালি ৷ বিজেপিতে যোগদানের পর তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ রূপালি বলেন, "উন্নয়নের এই মহাযজ্ঞে যোগ দিতে চেয়েছিলাম ৷ আজ তাই করেছি ৷ আগামিদিনে আপনাদের আশীর্বাদ কাম্য ৷"

এদিকে রূপালির বিজেপি যোগের সুযোগকে কাজে লাগিয়ে, সমাজবাদী পার্টি (এসপি) নেত্রী মারিয়া আলমের 'ভোট জেহাদের' বক্তব্যের বিরোধীতা করে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওরে ৷ ফারুখাবাদ লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনের প্রচারে আলম বলেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে ৷" আর সেইসঙ্গে 'ভোট জেহাদের' প্রসঙ্গ তুলে ধরেন ৷ এসপি নেতার মন্তব্যের জবাবে তাওরে বলেন, "বিরোধীরা মিথ্যা ছড়ানোর পাশাপাশি এখন 'ভোট জেহাদ' প্রচার শুরু করেছে । সুতরাং নির্বাচনের ফল নিয়ে তাঁরা বেশ চিন্তিত ৷

তিনি আরও বলেন, "একদিকে তাঁরা মুসলমানদের ওবিসি সংরক্ষণ দিচ্ছেন ৷ অন্যদিকে তাঁরা নির্বাচনের সময় 'ভোট জেহাদের' কথা বলছেন ।" দলের হাইকমান্ডের নির্দেশে এই 'প্রচার' শুরু হয়েছে কি না, সেই প্রশ্নও বিনোদ তাওরে ছুড়ে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিদায়ী সাংসদ রাহুল গান্ধির দিকে ৷

(পিটিআই)

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details