নয়াদিল্লি, 1 মে: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন ৷ আগামী 7 মে তৃতীয় দফার নির্বাচন ৷ এরই মধ্যে সকলকে চমকে বুধবার বিজেপিতে যোগ দিলেন 'অনুপমা' খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ৷ এদিন সকালে বিজেপির কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে এবং অনিল বালুনি সাংবাদিক সম্মেলন করে তাঁকে দলে যোগদান করান ৷
এদিন পদ্মফুলের নকশা আঁকা গেরুয়া রঙের শাড়ি পড়ে বিজেপির কার্যালয়ে উপস্থিত হন রূপালি ৷ বিজেপিতে যোগদানের পর তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ রূপালি বলেন, "উন্নয়নের এই মহাযজ্ঞে যোগ দিতে চেয়েছিলাম ৷ আজ তাই করেছি ৷ আগামিদিনে আপনাদের আশীর্বাদ কাম্য ৷"
এদিকে রূপালির বিজেপি যোগের সুযোগকে কাজে লাগিয়ে, সমাজবাদী পার্টি (এসপি) নেত্রী মারিয়া আলমের 'ভোট জেহাদের' বক্তব্যের বিরোধীতা করে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওরে ৷ ফারুখাবাদ লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনের প্রচারে আলম বলেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে ৷" আর সেইসঙ্গে 'ভোট জেহাদের' প্রসঙ্গ তুলে ধরেন ৷ এসপি নেতার মন্তব্যের জবাবে তাওরে বলেন, "বিরোধীরা মিথ্যা ছড়ানোর পাশাপাশি এখন 'ভোট জেহাদ' প্রচার শুরু করেছে । সুতরাং নির্বাচনের ফল নিয়ে তাঁরা বেশ চিন্তিত ৷