পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা! ভস্ম বিসর্জনে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত একই পরিবারের 3 সদস্য - Road Accident - ROAD ACCIDENT

Road Accident near Rajastha Dausa: দৌসার বান্দিকুইয়ের কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ কাড়ল একই পরিবারের 3 সদস্যের ৷ লরির ধাক্কায় মৃত বাবা, মা ও ছেলে ৷ আহত আরও দুই শিশু-সহ মোট 5 জন ৷

DELHI MUMBAI EXPRESSWAY
দিল্লি-মুম্বই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 4:16 PM IST

জয়পুর, 12 মে: ছুটির সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে ৷ দিল্লি-মুম্বই জাতীয় সড়কের উপর গাড়ি দুর্ঘটনায় মৃত স্বামী-স্ত্রী এবং তাঁদের 5 বছরের নাবালক ৷ আহত আরও 5 জন ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলার বান্দিকুই এলাকায় ৷

ঘটনা প্রসঙ্গে বান্দিকুই থানার ইনচার্জ সুরেন্দ্র মালিক জানান, ভস্ম বিসর্জনের জন্য আহমেদাবাদ থেকে হরিদ্বার যাচ্ছিল গাড়িটি ৷ পরিবারের মোট 8 জন ছিলেন ওই গাড়িতে ৷ ভোর 5টা নাগাদ উনাবদা গ্রামের কাছে গাড়ির সামনে একটি ষাঁড় চলে আসে ৷ ষাঁড়টিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে গাড়ি বাইরে নেমে দাঁড়ান কয়েকজন ৷ সেই সময় পেছন থেকে একটি ট্রাক এসে পিষে চলে যায় সকলকে ৷ ঘটনাস্থলেই মারা যান হংসমুখ কান্তিলাল মাকওয়ানা (32), স্ত্রী সীমা মাকওয়ানা (30) এবং তাঁদের 5 বছরের ছেলে মোহন ৷ গুরুতর আহত হন 3 বছরের দুই শিশু-সহ আরও 5 জন ৷ দুর্ঘটনার পর লরি ছেড়ে পালিয়ে যান চালক ৷

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বান্দিকুই থানার পুলিশ। দুর্ঘটনাস্থল দেখে আতঙ্কিত হয়ে পড়েন পুলিশকর্মীরাও । অ্যাম্বুলেন্সের সাহায্যে আহত সকলকে জেলা হাসপাতালে নিয়ে যান তাঁরা । নিহতদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ইনচার্জ । তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতদের পরিবারকে জানানো হয়েছে । তাঁরা এসে শনাক্ত করার পর মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে ৷ আহতদের চিকিৎসা চলছে । এই মুহূর্তে জাতীয় সড়কের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে লরির চালককে খোঁজার কাজ চলছে ৷ মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ লরির মালিককেও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details