পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে 26টি আসনে চলছে ভোটগ্রহণ, আজ ভাগ্য নির্ধারণ ওমরের - Jammu and Kashmir Elections 2024 - JAMMU AND KASHMIR ELECTIONS 2024

2nd Phase Poll in J&K: জম্মু-কাশ্মীরে কড়া নিরাপত্তায় শুরু দ্বিতীয় দফার নির্বাচন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভাগ্য নির্ধারণ হবে বুধবার ৷

2nd Phase Poll in J&K
জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 8:52 AM IST

Updated : Sep 25, 2024, 11:14 AM IST

শ্রীনগর, 25 সেপ্টেম্বর: এক দশকের খরার পর নির্বাচন চলছে উপত্যকায় ৷ বুধবার দ্বিতীয় দফার নির্বাচন ৷ সকাল 7টা থেকে জম্মু ও কাশ্মীরের 26টি বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে ৷

এই দফায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা-সহ মোট 239 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন উপত্যকাবাসী ৷ এবার মধ্য কাশ্মীরের দুটি আসন থেকে লড়ছেন ওমর ৷ একটি বদগাম ও একটি গাণ্ডেরবাল ৷ ওমর ছাড়াও দ্বিতীয় দফার নির্বাচনে লড়ছেন জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, জম্মু-কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারি ৷

নির্বাচন শুরু হতেই সকলকে ভোটদানে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "জম্মু ও কাশ্মীরে আজ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । আমি সকল ভোটারদের কাছে তাঁদের গণতান্ত্রিক শক্তিকে প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি । যাঁরা প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের অভিনন্দন ৷"

দ্বিতীয় দফায় জম্মুর 3টি ও কাশ্মীরের 3টি জেলায় চলছে ভোটগ্রহণ ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দফায় মোট ভোটার সংখ্যা 25 লক্ষ 78 হাজার ৷ এদের মধ্যে 13 লক্ষ 12 হাজার পুরুষ ও 12 লক্ষ 65 হাজার মহিলা ভোটার রয়েছেন ৷ এই দফায় প্রথম ভোট দিচ্ছেন 1 লক্ষ 20 হাজার ৷

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে প্রধানত চতুর্মুখী লড়াই ৷ বিজেপি ছাড়া ভোটের ময়দানে রয়েছে মেহেবুবা মুফতির পিডিপি, ওমর আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তৈরি একাধিক আঞ্চলিক দল ৷ দ্বিতীয় দফায় জম্মুর তিন জেলা রইসি, রাজৌরি এবং পুঞ্চে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া । সেই সঙ্গে, মধ্য কাশ্মীরের তিন জেলা বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগরে চলছে ভোট প্রক্রিয়া ।

2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷ এরপর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায় উপত্যকা ৷ তারপর এই প্রথম নির্বাচন জম্মু-কাশ্মীরে ৷ অবশ্য, এর আগে গত 18 সেপ্টেম্বর প্রথম দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন উপত্যকাবাসী ৷ কমিশনের রিপোর্ট অনুযায়ী, প্রথম দফায় প্রায় 60 শতাংশ ভোট পড়েছে ৷

Last Updated : Sep 25, 2024, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details