ফের বাতিল হল কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। শুক্র ও শনিবার চলবে না মৈত্রী এক্সপ্রেস ৷ তবে যে যাত্রীরা ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁদের টিকিটের টাকা শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব রেল জানিয়েছে, আগামিকাল 13109 কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকছে। অন্যদিকে, 13107 ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসও বাতিল থাকছে। কলকাতা স্টেশন ও ফেয়ারলি প্লেসের পূর্ব রেলের টিকিট কাউন্টারগুলি থেকে অর্থ ফেরত পাওয়া যাচ্ছে। টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির জেরে লাগাতার বাতিল করা হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরিষেবা। তবে, সেদেশের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হলেও আপাতত বাতিলই থাকছে দুই বাংলার মধ্যে এই দুই ট্রেনের যাতায়াত।
শুক্র-শনি বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেস, টিকিটের দাম ফেরত পাবেন কীভাবে ?
Published : Aug 22, 2024, 8:43 PM IST
|Updated : Aug 22, 2024, 10:42 PM IST
ফের বাতিল হল কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। শুক্র ও শনিবার চলবে না মৈত্রী এক্সপ্রেস ৷ তবে যে যাত্রীরা ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁদের টিকিটের টাকা শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব রেল জানিয়েছে, আগামিকাল 13109 কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকছে। অন্যদিকে, 13107 ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসও বাতিল থাকছে। কলকাতা স্টেশন ও ফেয়ারলি প্লেসের পূর্ব রেলের টিকিট কাউন্টারগুলি থেকে অর্থ ফেরত পাওয়া যাচ্ছে। টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির জেরে লাগাতার বাতিল করা হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরিষেবা। তবে, সেদেশের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হলেও আপাতত বাতিলই থাকছে দুই বাংলার মধ্যে এই দুই ট্রেনের যাতায়াত।