নয়াদিল্লি, 8 নভেম্বর: হম্বিতম্বিই সার, ভারতের দাবির কাছে ফের ঝুঁকল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশগ্রহণ করবে কি না, জানতে চেয়ে সম্প্রতি লিখিত চেয়েছিল সেদেশের ক্রিকেটের বোর্ড ৷ কিন্তু সেই রাস্তা থেকে সরে এসে ভারতের দাবি মেনে নিয়ে হাইব্রিড মডেলেই পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে বলে রিপোর্টে প্রকাশ ৷ পিসিবি'র একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে দাবি মেনে ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে ৷
ভারতীয় ক্রিকেট বোর্ড এবিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি ৷ তবে বিসিসিআই'য়ের চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণে গড়িমসি দেখেই হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের পথে পিসিবি ৷ কারণ নিয়ম মেনে টুর্নামেন্টের তিন মাস আগে সূচি সামনে আনা হয় ৷ সেক্ষেত্রে চলতি মাসের 10-12 তারিখের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশিত হতে পারে আইসিসি'র তরফে ৷
সংবাদসংস্থা পিটিআই'কে পিসিবির সূত্র বলেছে, "ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু এই ব্য়াপারে এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেনি তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডই ভাবনায় কিছুটা বদল আনছে ৷ যা সম্ভাবনা তাতে ভারতীয় দলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে শারজা ও দুবাইয়ে ৷" সূচি ঘোষণার বিষয়ে বিশ্বক্রিকেটের গভর্নিং বডির সঙ্গে পিসিবি'র আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র ৷
CT 2025 may be held in Hybrid Model.
— M (@anngrypakiistan) November 7, 2024
PCB is willing to make " adjustments" in the schedule of the 2025 champions trophy which it is hosting with matches involving india taking place in the uae. pic.twitter.com/q5Am3VGtqA
সূত্রের তরফে আরও বলা হয়েছে, "সূচি নিয়ে আইসিসি'র সঙ্গে প্রাথমিক আলোচনা পিসিবি কয়েকমাস আগেই সেরে রেখেছিল ৷ সেই সূচি মোটের উপর অপরিবর্তিত রেখেই আগামী 11 নভেম্বর প্রকাশ করা হবে ৷" পরিবর্তিত বাজেটের সঙ্গে বিকল্প পরিকল্পনার কথাও আইসিসি'কে পিসিবি জানিয়ে দিয়েছে বলে, দাবি সেই সূত্রের ৷ যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার এই রিপোর্টের সত্যতা উড়িয়ে পরবর্তীতে জানিয়েছে, হাইব্রিড মডেলে প্রতিযোগিতা হওয়ার কোনও সম্ভাবনাই নেই ৷
তবে এর আগেও ভারতের দাবি মেনে প্রতিযোগিতা হাইব্রিড মডেলে নিয়ে গিয়েছে পিসিবি ৷ 2023 এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারত সেদেশে খেলতে যায়নি ৷ পরিবর্তে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতা ৷ বিরাট কোহলিরা তাঁদের ম্যাচগুলি খেলেছিলেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ৷