প্রয়াগরাজ, 7 ফেব্রুয়ারি: ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে ৷ শুক্রবার কুম্ভ মেলার ইসকন ক্যাম্পে আগুন লাগে ৷ দ্রুত আশপাশের প্রায় এক ডজনেরও বেশি ক্যাম্পে সেই আগুন ছড়িয়ে পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন। যদিও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
26 দিনে পড়ল মহাকুম্ভ মেলা ৷ এর মধ্যেই দু'বার আগুন লেগেছে কুম্ভে ৷ একবার পদপিষ্টের ঘটনাও ঘটেছে ৷ আগুনে একাধিক ক্যাম্প পুড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ তবে 29 জানুয়ারি মৌনি অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় 30 জনের মৃত্যু হয় ৷ এদিন ফের আগুন লাগে কুম্ভের ইসকনের তাঁবুতে ৷
![MAHA KUMBH FIRE](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23493098_wb_kumbh2.jpg)
দমকলের প্রধান আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "18 নম্বর সেক্টরের ইসকন ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে দমকল বাহিনী পাঠানো হয়। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে।" তিনি আরও জানান, আগুন আশেপাশের এক ডজনেরও বেশি ক্যাম্পে ছড়িয়ে পড়ে ৷ যদিও মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানাচ্ছে দমকল।
![MAHA KUMBH FIRE](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23493098_wb_kumbh.jpg)
আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা দেখা হচ্ছে। ডিআইজি (মহাকুম্ভ) বৈভব কৃষ্ণ জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর দ্রুত দমকল বাহিনী পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ এনেছে । এর ফলে কেউ আহত হয়নি ৷ তবে এই নিয়ে কুম্ভমেলা এলাকায় তৃতীয়বার আগুন লাগল ৷
![MAHA KUMBH FIRE](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23493098_wb_kumbh3.jpg)
গত 19 জানুয়ারি মহাকুম্ভ মেলা এলাকার সেক্টর 19-এ সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি সেবারও ৷ তবে আগুনে এক ডজনেরও বেশি ক্যাম্প পুড়ে গিয়েছিল। এরপর 25 জানুয়ারি, মহাকুম্ভ মেলা এলাকার সেক্টর 2-এ দুটি গাড়িতে আগুন লেগেছিল ৷ সেবারও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আধিকারিকদের মতে, একটি গাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় ৷ পরে পাশে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িতেও তা ছড়িয়ে পড়ে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।