ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রীর জন্য আসা খাবার কে খেল ? হিমাচলের শিঙাড়া বিতর্কে তদন্তে সিআইডি - HIMACHAL CM SAMOSA CONTROVERSY

হিমাচল প্রদেশে শিঙাড়া বিতর্ক ৷ কংগ্রেস সরকারকে আক্রমণ বিজেপির ৷

SAMOSA CONTROVERSY ON HIMACHAL
হিমাচলে শিঙাড়া বিতর্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 2:16 PM IST

সিমলা, 8 নভেম্বর: মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা শিঙাড়া কোথায় গেল ?

এই প্রশ্নের উত্তর সন্ধানে হিমাচল প্রদেশের প্রশাসন ৷ এমনকী, গায়েব হয়ে যাওয়া শিঙাড়ার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে সিআইডি ৷ ইতিমধ্যে রিপোর্টও জমা পড়েছে ৷

পুরো বিষয়টি ঠিক কী ?

ঘটনার সূত্রপাত হয় 21 অক্টোবর ৷ সেদিন সিআইডি-র সদর দফতরে এক অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ তাঁর জলখাবারের জন্য এক নামকরা রেস্তোরাঁ থেকে শিঙাড়া ও কেক আনা হয় ৷ কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে সেই খাবার পৌঁছয়নি ৷ বরং, ভুল করে সেই খাবার খেয়ে নেন তাঁর নিরাপত্তারক্ষীরা ৷ এরপর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র জল্পনা ৷

HIMACHAL CM SAMOSA CONTROVERSY
সিআইডি তদন্তের রিপোর্ট (ইটিভি ভারত)

ভিভিআইপি প্রোটোকল উপেক্ষা করে কী করে এই ধরণের ঘটনা ঘটল ? সেই প্রশ্নের উত্তর খুজতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ নির্দেশ পাওয়ার পর তদন্তও শুরু করে দেন সিআইডি কর্তারা ৷ ইতিমধ্য়ে রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর সেই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয় ৷

বিজেপির কটাক্ষ:

এ নিয়ে রাজ্যের শাসক দল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক তথা মিডিয়া সেলের ইনচার্জ রণধীর শর্মা বলেন, "একাধিক সমস্যা জর্জরিত হিমাচলের মানুষ ৷ অথচ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শিঙাড়া কোথায় গেল, তা নিয়ে চিন্তিত রাজ্য়ের সরকার ৷ রাজ্যের উন্নয়ন নিয়ে এই সরকারের কোনও চিন্তা নেই ৷"

HIMACHAL CM SAMOSA CONTROVERSY
সিআইডি-র তদন্ত প্রতিবেদন (ইটিভি ভারত)

শিঙাড়া বিতর্কে সিআইডি-র বক্তব্য:

ঘটনা প্রসঙ্গে সিআইডি-র ডিজি এস আর ওঝা বলেন, "এটি একটি অভ্যন্তরীণ বিষয় ৷ ঘটনাটি নিয়ে অতিরঞ্জকতা করা হচ্ছে ৷ সরকারিভাবে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷"

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া:

শুক্রবার সকালে সিমলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন হিমাচলের সুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি ৷ সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কী এমন হল যে সিআইডি-কে যুক্ত হতে হল। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "শিঙাড়া-বিতর্কে সিআইডি যুক্ত হয়নি। অন্য একটি ব্যাপারে সিআইডি তদন্ত হচ্ছে। খবর পরিবেশনের সময় আপনারা ভুল করেছেন।"

পড়ুন: 'যতদিন বিজেপি থাকবে, ততদিন দেশের অস্তিত্ব আছে'

সিমলা, 8 নভেম্বর: মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা শিঙাড়া কোথায় গেল ?

এই প্রশ্নের উত্তর সন্ধানে হিমাচল প্রদেশের প্রশাসন ৷ এমনকী, গায়েব হয়ে যাওয়া শিঙাড়ার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে সিআইডি ৷ ইতিমধ্যে রিপোর্টও জমা পড়েছে ৷

পুরো বিষয়টি ঠিক কী ?

ঘটনার সূত্রপাত হয় 21 অক্টোবর ৷ সেদিন সিআইডি-র সদর দফতরে এক অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ তাঁর জলখাবারের জন্য এক নামকরা রেস্তোরাঁ থেকে শিঙাড়া ও কেক আনা হয় ৷ কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে সেই খাবার পৌঁছয়নি ৷ বরং, ভুল করে সেই খাবার খেয়ে নেন তাঁর নিরাপত্তারক্ষীরা ৷ এরপর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র জল্পনা ৷

HIMACHAL CM SAMOSA CONTROVERSY
সিআইডি তদন্তের রিপোর্ট (ইটিভি ভারত)

ভিভিআইপি প্রোটোকল উপেক্ষা করে কী করে এই ধরণের ঘটনা ঘটল ? সেই প্রশ্নের উত্তর খুজতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ নির্দেশ পাওয়ার পর তদন্তও শুরু করে দেন সিআইডি কর্তারা ৷ ইতিমধ্য়ে রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর সেই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয় ৷

বিজেপির কটাক্ষ:

এ নিয়ে রাজ্যের শাসক দল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক তথা মিডিয়া সেলের ইনচার্জ রণধীর শর্মা বলেন, "একাধিক সমস্যা জর্জরিত হিমাচলের মানুষ ৷ অথচ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শিঙাড়া কোথায় গেল, তা নিয়ে চিন্তিত রাজ্য়ের সরকার ৷ রাজ্যের উন্নয়ন নিয়ে এই সরকারের কোনও চিন্তা নেই ৷"

HIMACHAL CM SAMOSA CONTROVERSY
সিআইডি-র তদন্ত প্রতিবেদন (ইটিভি ভারত)

শিঙাড়া বিতর্কে সিআইডি-র বক্তব্য:

ঘটনা প্রসঙ্গে সিআইডি-র ডিজি এস আর ওঝা বলেন, "এটি একটি অভ্যন্তরীণ বিষয় ৷ ঘটনাটি নিয়ে অতিরঞ্জকতা করা হচ্ছে ৷ সরকারিভাবে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷"

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া:

শুক্রবার সকালে সিমলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন হিমাচলের সুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি ৷ সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কী এমন হল যে সিআইডি-কে যুক্ত হতে হল। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "শিঙাড়া-বিতর্কে সিআইডি যুক্ত হয়নি। অন্য একটি ব্যাপারে সিআইডি তদন্ত হচ্ছে। খবর পরিবেশনের সময় আপনারা ভুল করেছেন।"

পড়ুন: 'যতদিন বিজেপি থাকবে, ততদিন দেশের অস্তিত্ব আছে'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.