ইম্ফল, 8 নভেম্বর: ফের হিংসার আগুন মণিপুরে ৷ জিরিবাম এলাকা থেকে নতুন করে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ সেখানে সন্দেহভাজন মেইতি জঙ্গিরা গ্রামে হামলা চালিয়ে এক মহিলাকে হত্যা করেছে ৷ একই সঙ্গে 10টি বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ।
মণিপুরের বেশ কয়েকটি উপজাতি সংগঠনের মূল সংগঠন আদিবাসী উপজাতি লিডার্স ফর্ম (আইটিএলএফ) শুক্রবার এই বিষয়টি জানিয়েছে। আইটিএলএফ-এর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সশস্ত্র মেইতি গ্রুপ আরামবাই টেঙ্গোল এবং ইউএনএলএফ গ্রুপগুলি জিরিবামের জাইরন গ্রামে হামলা চালায় ৷"
বিবৃতিতে আরও বলা হয়েছে, "প্রায় এক ঘণ্টা ধরে তাদের সঙ্গে গুলি বিনিময়ও চলে। হামলার সময় 10টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাংকিম নামে এক মহিলাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে ৷ তার বাড়িতেও আগুন লাগানো হয়েছিল ৷"
আইটিএলএফ মণিপুরে এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলিকে মেইতি জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার জন্য তীব্র নিন্দা করেছে ৷ আইটিএলএফ-এর নেতারা বলেন, "আমাদের জমিতে অনৈতিক হস্তক্ষেপ করতে চাইছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ কুকি-জো জনগণের উপর হিংসা তাঁর ভূমিকা থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে ৷"
আইটিএলএফ নেতারা এও বলেছেন, "সরকারকে অবশ্যই আরামবাই সন্ত্রাসীদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করতে হবে ৷ মেইতেই-অধ্যুষিত অঞ্চলের মধ্যে কঠোরভাবে মেইতেই জঙ্গি শিবিরগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে ৷"