ETV Bharat / bharat

'যতদিন বিজেপি থাকবে, ততদিন দেশের অস্তিত্ব আছে' - KANGANA RANAUT

বিতর্ক তাঁকে কিছুতেই পিছু ছাড়ে না ৷ তিনি অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এবার আরও এক মন্তব্য, 'দেশের অস্তিত্ব নিয়ে ৷'

KANGANA RANAUT
কঙ্গনার মন্তব্যে ফের চর্চা শুরু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 1:34 PM IST

চম্বা, 8 নভেম্বর: বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নানা মন্তব্যের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে মাঝেমধ্যেই জায়গা দখল করে নেন অভিনেত্রী ৷ তবে তিনি এখন গেরুয়া শিবিরের সাংসদ ৷ নিজ রাজ্যের মাণ্ডি লোকসভা কেন্দ্রের দায়ভার তাঁরই হাতে ৷

বৃহস্পতিবার সাংসদ কঙ্গনা কেন্দ্রের কিছু প্রকল্প পর্যালোচনা করতে পাহাড়ি রাজ্যের ভারমৌরে পৌঁছন ৷ সেখানে গিয়ে সভায় ভাষণ দিতে গিয়ে দলকে নিয়ে ফের এক মন্তব্য করলেন, যা তাঁকে ফের আরও একবার চর্চায় নিয়ে এল ৷

  • এদিন কঙ্গনা মান্ডি সংসদীয় এলাকায় ভারমৌরে প্রশাসনিক সভায় বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, "যতদিন বিজেপি থাকবে ততদিন দেশের অস্তিত্ব থাকবে। নইলে, কত শক্তি এই দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে কে জানে ৷ একমাত্র প্রধানমন্ত্রী মোদিই এই যুগের মানুষ হিসাবে পারেন উন্নত ভারতের স্বপ্নপূরণ করতে।"
  • এদিন তিনি আরও বলেন, "সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মাণ্ডি সংসদীয় এলাকার জনগণ ও দলীয় কর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি, যার জন্য আমি কৃতজ্ঞ তাঁদের কাছে ৷ এই সংসদীয় এলাকা আমার জন্মভূমি ৷ এখানকার মানুষের প্রতি আমার আলাদাই একটা টান রয়েছে ৷ আমি একজন পাহাড়ি কন্যা এবং আমি জানি এখানকার মানুষের জীবন কতটা কঠিন হতে পারে।"

গতকাল কঙ্গনা এলাকার হোলি উতরালা রাস্তা তৈরির বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে আলোকপাত করেছেন বলেও জানান ৷ এই রাস্তা নির্মাণের মধ্যে একটি টানেল তৈরির দাবিও জানানো হবে বলেও জানান মাণ্ডির সাংসদ ৷ পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্পগুলি পর্যালোচনা করেন ৷

বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। 2020 সালে কৃষক আন্দোলন নিয়ে যেমন বিতর্কিত মন্তব্য করেছিলেন, তেমনই সম্প্রতি বাংলাদেশের সরকার পতনের পরও কঙ্গনা বলেছিলেন, কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্র যদি কঠোর পদক্ষেপ না-করত, তবে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারত এদেশেও। পাশাপাশি বলি ডিভা প্রায় সময়ই তারকাদের কোনও কথা নিয়ে সুর চড়ান ৷

চম্বা, 8 নভেম্বর: বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নানা মন্তব্যের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে মাঝেমধ্যেই জায়গা দখল করে নেন অভিনেত্রী ৷ তবে তিনি এখন গেরুয়া শিবিরের সাংসদ ৷ নিজ রাজ্যের মাণ্ডি লোকসভা কেন্দ্রের দায়ভার তাঁরই হাতে ৷

বৃহস্পতিবার সাংসদ কঙ্গনা কেন্দ্রের কিছু প্রকল্প পর্যালোচনা করতে পাহাড়ি রাজ্যের ভারমৌরে পৌঁছন ৷ সেখানে গিয়ে সভায় ভাষণ দিতে গিয়ে দলকে নিয়ে ফের এক মন্তব্য করলেন, যা তাঁকে ফের আরও একবার চর্চায় নিয়ে এল ৷

  • এদিন কঙ্গনা মান্ডি সংসদীয় এলাকায় ভারমৌরে প্রশাসনিক সভায় বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, "যতদিন বিজেপি থাকবে ততদিন দেশের অস্তিত্ব থাকবে। নইলে, কত শক্তি এই দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে কে জানে ৷ একমাত্র প্রধানমন্ত্রী মোদিই এই যুগের মানুষ হিসাবে পারেন উন্নত ভারতের স্বপ্নপূরণ করতে।"
  • এদিন তিনি আরও বলেন, "সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মাণ্ডি সংসদীয় এলাকার জনগণ ও দলীয় কর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি, যার জন্য আমি কৃতজ্ঞ তাঁদের কাছে ৷ এই সংসদীয় এলাকা আমার জন্মভূমি ৷ এখানকার মানুষের প্রতি আমার আলাদাই একটা টান রয়েছে ৷ আমি একজন পাহাড়ি কন্যা এবং আমি জানি এখানকার মানুষের জীবন কতটা কঠিন হতে পারে।"

গতকাল কঙ্গনা এলাকার হোলি উতরালা রাস্তা তৈরির বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে আলোকপাত করেছেন বলেও জানান ৷ এই রাস্তা নির্মাণের মধ্যে একটি টানেল তৈরির দাবিও জানানো হবে বলেও জানান মাণ্ডির সাংসদ ৷ পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্পগুলি পর্যালোচনা করেন ৷

বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। 2020 সালে কৃষক আন্দোলন নিয়ে যেমন বিতর্কিত মন্তব্য করেছিলেন, তেমনই সম্প্রতি বাংলাদেশের সরকার পতনের পরও কঙ্গনা বলেছিলেন, কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্র যদি কঠোর পদক্ষেপ না-করত, তবে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারত এদেশেও। পাশাপাশি বলি ডিভা প্রায় সময়ই তারকাদের কোনও কথা নিয়ে সুর চড়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.