ETV Bharat / state

স্বাভাবিক হল মেট্রো পরিষেবা, শোভাবাজারে যুবকের আত্মহত্যায় দুর্ভোগ যাত্রীদের - SUICIDE ATTEMPT IN METRO

শোভাবাজার-সুতানুটি স্টেশনের ডাউন লাইনে ঘটনাটি ঘটেছে ৷ এর জেরে প্রায় ঘণ্টাখানেক দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয় ৷

SUICIDE ATTEMPT IN METRO
শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 1:41 PM IST

Updated : Nov 8, 2024, 3:20 PM IST

কলকাতা, 8 নভেম্বর: শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ এক যুবকের ৷ ঘটনায় বছর 30-এর ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ বেলা 12টা 45 মিনিটে কবি সুভাষগামী ট্রেন যখন শোভাবাজার স্টেশনে ঢুকছিল, তখনই ওই যুবক লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার জেরে, দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত ডাউন ও আপ লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ বেলা দেড়টার পরে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৷

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যবুক যখন ঝাঁপ দেন, তখন চালক দ্রুত ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি ৷ গুরুতরভাবে জখম হওয়ার জেরে তাঁর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘক্ষণ শোভাবাজার স্টেশনে প্ল্যাটফর্মের পায়চারি করছিলেন ৷ শ্যামপুকুর থানার পুলিশ মৃতের পরিচয় ও কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, চালক ব্রেক কষার পর, প্রথম তিনটি বগি প্ল্যাটফর্মে ঢুকে মেট্রোটি থেমে যায় ৷ বাকি বগিগুলি টানেলের ভিতরেই আটকে পড়ে ৷ ওই অবস্থায় দীর্ঘক্ষণ রেকটির অর্ধের বেশি অংশ টানেলে আটকে ছিল ৷ পরে আরপিএফের সাহায্যে সামনের বগি দিয়ে যাত্রীদের বাইরে বের করা হয় ৷ যাত্রীদের উদ্ধারের পর, থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, লাইন থেকে যুবকের দেহ বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷

তবে, এই ঘটনার জেরে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷ দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত ডাউন ও আপ লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখতে হয় ৷ সেন্ট্রাল থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলেছে ৷ উল্লেখ্য, ঘনঘন মেট্রোয় আত্মহত্যার ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সম্প্রতি চাঁদনি চক মেট্রো স্টেশনে এক মহিলা তাঁর সন্তানের সামনেই মেট্রো লাইনে ঝাঁপ দিয়েছিলেন ৷

(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ।)

কলকাতা, 8 নভেম্বর: শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ এক যুবকের ৷ ঘটনায় বছর 30-এর ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ বেলা 12টা 45 মিনিটে কবি সুভাষগামী ট্রেন যখন শোভাবাজার স্টেশনে ঢুকছিল, তখনই ওই যুবক লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার জেরে, দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত ডাউন ও আপ লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ বেলা দেড়টার পরে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৷

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যবুক যখন ঝাঁপ দেন, তখন চালক দ্রুত ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি ৷ গুরুতরভাবে জখম হওয়ার জেরে তাঁর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘক্ষণ শোভাবাজার স্টেশনে প্ল্যাটফর্মের পায়চারি করছিলেন ৷ শ্যামপুকুর থানার পুলিশ মৃতের পরিচয় ও কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, চালক ব্রেক কষার পর, প্রথম তিনটি বগি প্ল্যাটফর্মে ঢুকে মেট্রোটি থেমে যায় ৷ বাকি বগিগুলি টানেলের ভিতরেই আটকে পড়ে ৷ ওই অবস্থায় দীর্ঘক্ষণ রেকটির অর্ধের বেশি অংশ টানেলে আটকে ছিল ৷ পরে আরপিএফের সাহায্যে সামনের বগি দিয়ে যাত্রীদের বাইরে বের করা হয় ৷ যাত্রীদের উদ্ধারের পর, থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, লাইন থেকে যুবকের দেহ বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷

তবে, এই ঘটনার জেরে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷ দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত ডাউন ও আপ লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখতে হয় ৷ সেন্ট্রাল থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলেছে ৷ উল্লেখ্য, ঘনঘন মেট্রোয় আত্মহত্যার ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সম্প্রতি চাঁদনি চক মেট্রো স্টেশনে এক মহিলা তাঁর সন্তানের সামনেই মেট্রো লাইনে ঝাঁপ দিয়েছিলেন ৷

(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ।)

Last Updated : Nov 8, 2024, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.