ETV Bharat / snippets

একটানা বৃষ্টি, গাছ ভেঙে অবরুদ্ধ চুঁচুড়া-তারকেশ্বর রুট

continuous-rain
অবরুদ্ধ চুঁচুড়া তারকেশ্বর রুট (ইটিভা ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 3:22 PM IST

নিন্মচাপের বৃষ্টিতে রাস্তার ধারে ভেঙে পড়ল গাছ। তার জেরে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে শনিবার সকলে পোলবায় চুঁচুড়া তারকেশ্বর রোডে গাছ ভেঙে পড়ে। সামনেই গোটুর বাজার । তাছাড়া বেশ কয়েকটি স্কুলও রয়েছে আশপাশে। রাস্তার উপর গাছ পড়ার কারণে ব্যাহত যান চলাচল। 17 ও 18 নম্বর রুটের চুঁচুড়া তারকেশ্বর রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। একাধিক বাস-সহ বড় লরি আটকে পড়ে রাস্তার দুই দিকে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ রাতভর বৃষ্টির জেরে জল জমেছে বেশকিছু এলাকায়। স্থানীয় বাসিন্দা বুবাই দাস বলেন, "প্রাথমিকভাবে আমরা গ্রামবাসীরা সকলে মিলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছি ৷"

নিন্মচাপের বৃষ্টিতে রাস্তার ধারে ভেঙে পড়ল গাছ। তার জেরে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে শনিবার সকলে পোলবায় চুঁচুড়া তারকেশ্বর রোডে গাছ ভেঙে পড়ে। সামনেই গোটুর বাজার । তাছাড়া বেশ কয়েকটি স্কুলও রয়েছে আশপাশে। রাস্তার উপর গাছ পড়ার কারণে ব্যাহত যান চলাচল। 17 ও 18 নম্বর রুটের চুঁচুড়া তারকেশ্বর রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। একাধিক বাস-সহ বড় লরি আটকে পড়ে রাস্তার দুই দিকে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ রাতভর বৃষ্টির জেরে জল জমেছে বেশকিছু এলাকায়। স্থানীয় বাসিন্দা বুবাই দাস বলেন, "প্রাথমিকভাবে আমরা গ্রামবাসীরা সকলে মিলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.