ETV Bharat / sports

মার্চে শুরু IPL 2025 ! আগামী তিনবছরের দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷ একসঙ্গে আগামী তিনবছরের আইপিএলের তারিখ ঘোষণা করল বিসিসিআই ৷

IPL 2025 season to kickstart from March 14
আগামী তিনবছরের দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 6 hours ago

Updated : 5 hours ago

হায়দরাবাদ, 22 নভেম্বর: জেদ্দায় আইপিএল 2025 নিলামের আরও দু’দিন বাকি ৷ তার আগেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিল বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ ইটিভি ভারতকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

কী জানাল বোর্ড ?

  • আইপিএল 2025 শুরু হবে 14 মার্চ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25 মে ৷
  • আইপিএল 2026 শুরু হবে 15 মার্চ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 31 মে ৷
  • আইপিএল 2027 শুরু হবে 14 মার্চ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মে ৷


আগামী মরশুমে ফাইনাল নিয়ে খেলা হবে 74টি ম্যাচ ৷ 2022 সালে বোর্ডের তালিকাভুক্ত 84টি থেকে 10টি ম্যাচ কম খেলা হবে আগামী মরশুমে ৷ 2022 সালে মিডিয়া স্বত্ত্ব বিক্রির টেন্ডার নথিতে আইপিএল প্রতিটি মরশুমের জন্য ভিন্ন ভিন্ন সংখ্যক ম্যাচ তালিকাভুক্ত করেছে ৷ 2023 এবং 2024 মরশুমে 74টি ম্যাচ, 2025 এবং 2026 মরশুমে 84টি এবং 2027 সালে 94টি ম্যাচের কথা জানিয়েছিল বোর্ড ।

24-25 নভেম্বর সৌদি আরবে একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ জেদ্দায় বসছে আইপিএল 2025-এর নিলামের আসর ৷ তার আগে আইপিএলের তারিখ ঘোষণা করা যতটা চমকপ্রদ, তার থেকেও বেশি চমকপ্রদ একসঙ্গে আইপিএলের তিন মরশুমের তারিখের ঘোষণা ৷ কুড়ি-বিশের লড়াইয়ের মঞ্চে যা আগে কখনও হয়নি ৷ ফলে বোর্ডের এই ঘোষণায় আরও জমে গেল আইপিএল নিলাম ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 22 নভেম্বর: জেদ্দায় আইপিএল 2025 নিলামের আরও দু’দিন বাকি ৷ তার আগেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিল বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ ইটিভি ভারতকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

কী জানাল বোর্ড ?

  • আইপিএল 2025 শুরু হবে 14 মার্চ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25 মে ৷
  • আইপিএল 2026 শুরু হবে 15 মার্চ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 31 মে ৷
  • আইপিএল 2027 শুরু হবে 14 মার্চ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মে ৷


আগামী মরশুমে ফাইনাল নিয়ে খেলা হবে 74টি ম্যাচ ৷ 2022 সালে বোর্ডের তালিকাভুক্ত 84টি থেকে 10টি ম্যাচ কম খেলা হবে আগামী মরশুমে ৷ 2022 সালে মিডিয়া স্বত্ত্ব বিক্রির টেন্ডার নথিতে আইপিএল প্রতিটি মরশুমের জন্য ভিন্ন ভিন্ন সংখ্যক ম্যাচ তালিকাভুক্ত করেছে ৷ 2023 এবং 2024 মরশুমে 74টি ম্যাচ, 2025 এবং 2026 মরশুমে 84টি এবং 2027 সালে 94টি ম্যাচের কথা জানিয়েছিল বোর্ড ।

24-25 নভেম্বর সৌদি আরবে একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ জেদ্দায় বসছে আইপিএল 2025-এর নিলামের আসর ৷ তার আগে আইপিএলের তারিখ ঘোষণা করা যতটা চমকপ্রদ, তার থেকেও বেশি চমকপ্রদ একসঙ্গে আইপিএলের তিন মরশুমের তারিখের ঘোষণা ৷ কুড়ি-বিশের লড়াইয়ের মঞ্চে যা আগে কখনও হয়নি ৷ ফলে বোর্ডের এই ঘোষণায় আরও জমে গেল আইপিএল নিলাম ৷

আরও পড়ুন

Last Updated : 5 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.