শ্রীনগর, 22 নভেম্বর: গ্রেফতারের পর নিজেদের হেফাজতে রেখে স্থানীয়দের উপর অত্যাচার করা হয় ৷ ভারতীয় সেনার জওয়ানদের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ৷ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
সেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কিস্তওয়ার সেক্টরে 20 নভেম্বর অভিযান চালানো হয় ৷ সেখানে কয়েকজন স্থানীয়র উপর অত্যাচারের অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"
Based on specific intelligence of the move of a group of terrorists in the #Kishtwar Sector, an operation was launched by #RashtriyaRifles on 20 November 2024.
— White Knight Corps (@Whiteknight_IA) November 21, 2024
There are some reports on the alleged ill treatment of civilians during the conduct of the operation. An investigation…
কোয়াত গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মহম্মদ হোসেনের অভিযোগ, এলাকার 4 বাসিন্দার উপর অত্যাচার করেন সেনার জওয়ানরা ৷ তাঁরা হলেন, মেহেরজ উদ-দিন, মুশতাক আহমেদ, আব্দুল কবির এবং সাজ্জাদ আহমেদ ৷ তাঁদের চস্ক ক্যাম্পে ডেকে পাঠানো হয় ৷ বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ এরপর তাঁদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷
মহম্মদ হোসেন ইটিভি ভারতকে বলেন, "চস্কের সেনা ক্যাম্পে 4 জনকে ডেকে পাঠানো হয় ৷ জিজ্ঞাসাবাদের পর গুরুতর আহত অবস্থায় তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে আহতদের সঙ্গে কথা বলি আমরা ৷ তাঁদের অভিযোগ, মারধর করেছেন সেনা জওয়ানরা ৷"
ঘটনার পরই সেনা ক্যাম্পে পৌঁছন রাষ্ট্রীয় রাইফেলস-এর 9 নম্বর সেক্টরের শীর্ষ আধিকারিক, কিস্তওয়ারের এসএসপি জাভেদ ইকবাল ও সরকারি অফিসের কয়েকজন আধিকারিক ৷ তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ৷ ইটিভি ভারতের তরফে কিস্তওয়ারের এসএসপি জাভেদ ইকবালের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, "বিষয় খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে ৷"
উল্লেখ্য, শেষ কয়েকমাসে উপত্যকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা ৷ একাধিক এলাকায় ইতিমধ্য়েই বেশ কয়েকটি সন্ত্রাস হামলাও ঘটেছে ৷ গুরুতর হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ানও ৷ এই আবহে জঙ্গিদমন অভিযানে নেমেছে সেনা ৷