Gold Biscuits Recovered: 10টি সোনার বিস্কুট উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ সোনার বিস্কুটের মোট ওজন 1.17 কেজি এবং আনুমানিক বর্তমান বাজার মূল্য 86.87 লক্ষ টাকা । বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 68 ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি মধুপুরের জওয়ানরা সীমান্তে এই সোনাগুলি উদ্ধার করেছেন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়া জেলার বাগদা এলাকায় । ইতিমধ্যে বাজেয়াপ্ত সোনার বিস্কুট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । চোরাকারবারীরা এই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল । সীমান্তের কাঁটাতারের উপর থেকে সোনা ভারতের দিকে ছুড়ে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা ।
নদিয়া সীমান্তে প্রায় 90 লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার
Published : Sep 17, 2024, 7:42 PM IST
Gold Biscuits Recovered: 10টি সোনার বিস্কুট উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ সোনার বিস্কুটের মোট ওজন 1.17 কেজি এবং আনুমানিক বর্তমান বাজার মূল্য 86.87 লক্ষ টাকা । বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 68 ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি মধুপুরের জওয়ানরা সীমান্তে এই সোনাগুলি উদ্ধার করেছেন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়া জেলার বাগদা এলাকায় । ইতিমধ্যে বাজেয়াপ্ত সোনার বিস্কুট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । চোরাকারবারীরা এই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল । সীমান্তের কাঁটাতারের উপর থেকে সোনা ভারতের দিকে ছুড়ে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা ।