ETV Bharat / bharat

'লস্করের সিইও বলছি...', ফোন পেল আরবিআই ! দায়ের অভিযোগ - THREAT CALL TO RBI

আরবিআইয়ের সদর দফতরে এল হুমকি ফোন ৷ ফোনের ওপাশে থাকা ব্যক্তি নিজেকে লস্কর-ই-তৈবার প্রধান বলে দাবি করে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

THREAT CALL TO RBI
আরবিআই-এর কার্যালয়ে হুমকি ফোন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 5:44 PM IST

মুম্বই, 17 নভেম্বর: বিমান ও রেল স্টেশনের পর এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ! হুমকি-ফোন পেল মুম্বইয়ে ব্যাঙ্কের সদর দফতর ৷ ফোন করা ব্যক্তি নিজেকে লস্কর-ই-তৈবার প্রধান বলে দাবি করেছে বলে খবর ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুম্বইয়ে ৷ ইতিমধ্যেই, ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, শনিবার সকালে আরবিআইয়ের মুম্বই শাখার কাস্টমার কেয়ার নম্বরে একটি ফোন আসে ৷ ফোন করা ব্যক্তি নিজেকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সিইও বলে দাবি করে ৷ ওই ব্যক্তি বলে, "ব্যাঙ্কের পিছনের রাস্তাটি বন্ধ করুন ৷ একটি ইলেকট্রিক গাড়ি খারাপ হয়ে গিয়েছে ৷" এরপরই ফোনটি কেটে যায় ৷ ফোনটি আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ ভয় পেয়ে যান উপস্থিত কর্মীরা ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷

ব্যঙ্ক কর্মীদের সুরক্ষার স্বার্থে সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয় আরবিআই অফিসের আশপাশের এলাকা ৷ বেশ কিছুক্ষণের জন্য পুরো এলাকায় হাই অ্যালার্টও জারি করা হয় ৷ তবে তদন্তের পর ফোন কলটি ভুয়ো বলে দাবি করে পুলিশ ৷ মজার ছলে কেউ এই ফোনটি করেন বলে দাবি পুলিশের ৷ যদিও সত্যি সত্যি ভয়ের কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ৷

বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বিমান, বিমানবন্দর এবং রেল স্টেশনে বোমা রাখার হুমকি ফোন করা হচ্ছে ৷ ইতিমধ্য়েই, বিমানে বোমা রাখার ভুয়ো ফোনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ ৷ এরই মধ্যে, বৃহস্পতিবার মুম্বইয়ের সংস্থা জেএসএ-এর দুটি অফিসে বোমা রাখার হুমকি মেল আসে ৷ ফারজান আহমেদ নামে এক ব্যক্তির আইডি থেকে কোম্পানির কাছে মেলটি আসে বলে খবর ৷ মেলটি পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হলে, জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা ৷

পড়ুন: কলকাতা-সহ দেশের 50টি বিমানে বোমা হামলার হুমকি, নিশানায় হোটেলও

মুম্বই, 17 নভেম্বর: বিমান ও রেল স্টেশনের পর এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ! হুমকি-ফোন পেল মুম্বইয়ে ব্যাঙ্কের সদর দফতর ৷ ফোন করা ব্যক্তি নিজেকে লস্কর-ই-তৈবার প্রধান বলে দাবি করেছে বলে খবর ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুম্বইয়ে ৷ ইতিমধ্যেই, ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, শনিবার সকালে আরবিআইয়ের মুম্বই শাখার কাস্টমার কেয়ার নম্বরে একটি ফোন আসে ৷ ফোন করা ব্যক্তি নিজেকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সিইও বলে দাবি করে ৷ ওই ব্যক্তি বলে, "ব্যাঙ্কের পিছনের রাস্তাটি বন্ধ করুন ৷ একটি ইলেকট্রিক গাড়ি খারাপ হয়ে গিয়েছে ৷" এরপরই ফোনটি কেটে যায় ৷ ফোনটি আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ ভয় পেয়ে যান উপস্থিত কর্মীরা ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷

ব্যঙ্ক কর্মীদের সুরক্ষার স্বার্থে সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয় আরবিআই অফিসের আশপাশের এলাকা ৷ বেশ কিছুক্ষণের জন্য পুরো এলাকায় হাই অ্যালার্টও জারি করা হয় ৷ তবে তদন্তের পর ফোন কলটি ভুয়ো বলে দাবি করে পুলিশ ৷ মজার ছলে কেউ এই ফোনটি করেন বলে দাবি পুলিশের ৷ যদিও সত্যি সত্যি ভয়ের কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ৷

বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বিমান, বিমানবন্দর এবং রেল স্টেশনে বোমা রাখার হুমকি ফোন করা হচ্ছে ৷ ইতিমধ্য়েই, বিমানে বোমা রাখার ভুয়ো ফোনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ ৷ এরই মধ্যে, বৃহস্পতিবার মুম্বইয়ের সংস্থা জেএসএ-এর দুটি অফিসে বোমা রাখার হুমকি মেল আসে ৷ ফারজান আহমেদ নামে এক ব্যক্তির আইডি থেকে কোম্পানির কাছে মেলটি আসে বলে খবর ৷ মেলটি পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হলে, জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা ৷

পড়ুন: কলকাতা-সহ দেশের 50টি বিমানে বোমা হামলার হুমকি, নিশানায় হোটেলও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.