কলকাতা, 17 নভেম্বর: দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না-করিয়ে, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস দখল করে রাখার অভিযোগ এসএফআইয়ের ৷ তার প্রতিবাদে ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে সিপিআইএমের ছাত্র সংগঠন ৷
শেষ কবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ? বা ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা কতটা, তা বর্তমান পড়ুয়াদের অধিকাংশের কাছেই অজানা ৷ ছাত্র অধিকার কী ও তা কতটা জরুরি, তা কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের বোঝাতে পথে নামছে এসএফআই ৷ নভেম্বর থেকে জানুয়ারি, এই তিনমাসে নানা কর্মসূচির ডাক দিয়েছে তারা ৷ এ নিয়ে লাগাতার প্রচার চলবে ৷
এসএফআইয়ের লক্ষ্য, তাদের সংগঠনের পতাকা নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গেটে পৌঁছনো ৷ সঙ্গে কর্তৃপক্ষকে বাধ্য করা যাতে, রাজ্য সরকারকে তারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য চাপ দেয় ৷ এমনটাই জানালেন এসএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে ৷
সম্প্রতি এসএফআইয়ের রাজ্য কমিটির দফতরে 'ইনকিলাব' নামে একটি আড্ডা জোনের উদ্বোধন করা হয়েছে গত 15 নভেম্বর ৷ যেখানে বিভিন্ন মতাদর্শের চর্চার সুযোগ থাকছে ৷ সকলে সেখানে যেতে পারবেন ৷ পড়তে পারবেন বই ৷ আছে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগও ৷ সেখান থেকেই এই কর্মসূচির কথা জানালেন দেবাঞ্জন দে ৷
তিনি বলেন, "এমন আড্ডা জোন প্রতিটি কলেজে হোক ৷ সেখানকার আলোচনা যেন প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে ৷ গত অগস্ট মাসে আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা চোখ খুলে দিয়েছে সবার ৷ আরও একবার বুঝিয়ে দিয়েছে, ছাত্র সংসদ নির্বাচন কতটা জরুরি ৷ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি আটকাতে, মেধা তালিকা থেকে রেজাল্ট, সব স্বচ্ছ পদ্ধতিতে করতে হবে ৷"
দেবাঞ্জনের দাবি, "এখন ক্যাম্পাসগুলি শাসকদলের গুন্ডাদের দখলে ৷ ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে ৷ দেদার দুর্নীতি, তোলাবাজি চলছে ৷ শিক্ষা ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতির পরিবর্তন হবে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরলেই ৷ আর সেটা করতে হলে, দরকার ছাত্র নির্বাচন ৷ আমরা আগামী তিন মাস ধরে প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছব ছাত্র নির্বাচনের দাবিকে সামনে রেখে ৷ পড়ুয়াদের বোঝানো ও ক্যাম্পাসে পোস্টার লাগানো হবে নির্বাচনের দাবিতে ৷ কর্তৃপক্ষকে বাধ্য করা হবে, যাতে তারা সরকারকে আবেদন জানায় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ৷"