কলকাতা, 17 নভেম্বর: দেশজুড়ে আগামী 26 নভেম্বর পথে নামছে কৃষক ও শ্রমিক সংগঠনগুলি ৷ সব রাজ্যেই সমস্ত কৃষক সংগঠনের নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও খেতমজুর ইউনিয়ন যৌথভাবে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছে । ওইদিন কলকাতায় শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ সমাবেশ করবে ধর্মতলায় । স্মারকলিপি জমা দেওয়া হবে রাজভবনে । যাতে সেই স্মারকলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছয় ।
কারণ কী?
এই সমস্ত সংগঠনগুলোর নেতৃত্বের মতে, তাঁরা উপলব্ধি করেছেন যে, "কেন্দ্রের মোদি সরকার শুধু স্বেচ্ছাচারীই নয়, এই সরকারটা সাম্প্রদায়িক । আপাদমস্তক দেশের সর্বস্তরের সাধারণ কৃষক ও শ্রমিকের শত্রু । কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে তাদের দোসর তৃণমূল সরকার একইভাবে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে । এই ব্যবস্থার পরিবর্তন চাই । এটা এখন জনগণের দাবিতে পরিণত হচ্ছে । মানুষ বুঝছেন, গ্রাম না বাঁচলে শহরও রক্ষা পাবে না । অন্নদাতা কৃষকদের বাঁচানোর লড়াইটা জরুরি । জরুরি উৎপাদন ও পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে ।"
সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার রাজ্য সম্পাদক অমল হালদার বলেন, "বন্য পশু-পাখি খাদ্যের অভাব মেটাতে ফসলের খেতে হানা দিচ্ছে । তারও কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না রাজ্য সরকার । এসব জুলুম আর চলতে দেওয়া যাবে না । তাই সঙ্ঘবদ্ধ প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা । জেলা থেকে গ্রাম, এরপর এই মহানগরীতেও হবে বড় মাপের বিক্ষোভ কর্মসূচি । হবে সংসদ অভিযানও ।"
সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিলেও দেশের কৃষকরা সহায়ক মূল্য পাননি । বড় বড় ফড়েদের হাতে কৃষিপণ্যের বাজারের নিয়ন্ত্রণ চলে গিয়েছে । গরিব কৃষক কোনও সাহায্যই পাচ্ছেন না । প্রাকৃতিক দুর্যোগে রবি ফসল শেষ হয়ে গেলেও নেই ক্ষতিপূরণ । আলু চাষিরা আবার কঠিন পরিস্থিতির সামনে । প্রতিদিনই তাঁদের চরম পথ বেছে নেওয়ার খবর আসছে । চাষ-বাস ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে কৃষক পরিবারগুলি । তাঁদের জন্য নেই সহায়তা । নেই ব্যাংকের সহজ শর্তে ঋণ । বীজ, সার, সেচের জল সবটাই হাতের নাগালের বাইরে ।"
26 নভেম্বরের কর্মসূচিতে সিআইটিইউ, আইএনটিইউসি, সংযুক্ত কিষাণ মোর্চা, পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভা, এআইটিইউসি, টিইউসিসি সংগঠনগুলো অংশগ্রহণ করবে । তাঁদের মূল দাবি, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রণয়ন, কৃষি ঋণ মকুব, বিদ্যুৎ বিল বাতিল, শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্প ও পরিষেবার বেসরকারিকরণ বন্ধ, বকেরা মজুরি ও বছরে কমপক্ষে 200 দিনের কাজ, দুর্নীতি ও নানা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শাস্তি, ভীতির যে বাতাবরণ তা বন্ধ করা এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা ।