তৃণমূলের পার্টি অফিসে বিজেপির তালা, হুঁশিয়ারি দেবাংশুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 9:41 AM IST

নির্বাচন আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ৷ প্রায়শই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 'গদ্দার' কথাটা শুনতে পাওয়া যায় ৷ এর প্রতিবাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে ও বিজেপি পতাকা আটকে দিল বিজেপির কর্মী সমর্থকরা ৷ এমনকী রাস্তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৷ তালা ভেঙে পার্টি অফিসে প্রবেশ করেন তিনি ৷ 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই দেবাংশু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনও প্রতিবাদ থাকলে নিয়ম মেনে সেই প্রতিবাদ করুক বিজেপি ৷ তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা দিয়ে প্রতিবাদ বেআইনি ৷ এই জেলাতে তৃণমূলের ন’টি সিট রয়েছে। দুটি সিট বিজেপির থেকে বেশি। জেলার মানুষকে তো গদ্দার বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলে অন্যের পার্টি অফিস দখল করার রাজনীতি করবে ! এটা ঠিক নয়।" তিনি আরও উল্লেখ করেন, বিজেপি নেতা দিলীপ ঘোষও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলেছিলেন ৷ তৃণমূল সমথর্করা তাদের পার্টি অফিস দখল করে প্রতিবাদ জানায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.