ETV Bharat / sports

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে কিউয়ি প্রতিনিধি দল - ICC CHAMPIONS TROPHY

নিরাপত্তা নিয়ে কোনওরকম সমঝোতা নয় ৷ তাই চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ভেন্যু পরিদর্শনে প্রতিনিধিদের পাঠাল নিউজিল্য়ান্ড ৷

ICC CHAMPIONS TROPHY
নিউজিল্যান্ড দল (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

লাহোর, 22 ডিসেম্বর: হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে টুর্নামেন্টের আয়োজন করবে অন্য একটি দেশ ৷ দিনকয়েক আগে এ ব্য়াপারে সিলমোহর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ কিন্তু বাবর আজমদের দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিউজিল্যান্ড ৷ ভেন্যুর নিরাপত্তা খতিয়ে দেখতে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠাল তাঁরা ৷ ইতিমধ্যেই পাকিস্তানের তিনটি ভেন্যু পরিদর্শন করেছে তাঁরা ৷

সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন এবং নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ব্র্যাড রডেন ইতিমধ্যেই তিনটি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন ৷ যার মধ্যে রয়েছে করাচি, রাওয়ালপিণ্ডি, ও লাহোর ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অবশ্য পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ (ওডিআই) খেলবে নিউজিল্যান্ড ৷ তৃতীয় দল হিসেবে সিরিজে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ৷ তাই তার আগে তড়িঘড়ি পাকিস্তানে পৌঁছে গেল কিউয়ি প্রতিনিধি দল ৷

পাশাপাশি আইসিসি'র একটি প্রতিনিধি দলও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ভেন্যুগুলির নিরাপত্তা ব্য়বস্থা খতিয়ে দেখতে সেদেশে পা রেখেছে ৷ প্রথমে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, এরপর একে একে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ব্যবস্থাপনা ইতিমধ্যেই খতিয়ে দেখেছে সেই প্রতিনিধি দল ৷ আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অবশ্য পাকিস্তানের তিন-তিনটি স্টেডিয়ামে এখন সংস্কারের কাজ চলছে ৷ সে সব খতিয়ে দেখেন আইসিসি'র প্রতিনিধিরা ৷

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নাকভি দুই প্রতিনিধি দলকেই আশ্বস্ত করে জানিয়েছেন, সময়ের আগেই শেষ হবে সংস্কারের কাজ ৷ একইসঙ্গে সেদেশে খেলতে যাওয়া সব দলকে স্টেট-লেভেল সিকিওরিটি দেওয়ার কথা জানান তিনি ৷ উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্কের কারণে ভারত পাকিস্তানের মাটিতে শুরু থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিল ৷ পাল্টা পাকিস্তানও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট না-নিয়ে যাওয়ার ব্যাপারে নাছোড় ছিল ৷ শেষমেশ আইসিসি ঘোষণা করে যে কোনও পরিস্থিতিতে 2027 পর্যন্ত দু'দল আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হবে ৷

আরও পড়ুন:

লাহোর, 22 ডিসেম্বর: হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে টুর্নামেন্টের আয়োজন করবে অন্য একটি দেশ ৷ দিনকয়েক আগে এ ব্য়াপারে সিলমোহর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ কিন্তু বাবর আজমদের দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিউজিল্যান্ড ৷ ভেন্যুর নিরাপত্তা খতিয়ে দেখতে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠাল তাঁরা ৷ ইতিমধ্যেই পাকিস্তানের তিনটি ভেন্যু পরিদর্শন করেছে তাঁরা ৷

সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন এবং নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ব্র্যাড রডেন ইতিমধ্যেই তিনটি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন ৷ যার মধ্যে রয়েছে করাচি, রাওয়ালপিণ্ডি, ও লাহোর ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অবশ্য পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ (ওডিআই) খেলবে নিউজিল্যান্ড ৷ তৃতীয় দল হিসেবে সিরিজে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ৷ তাই তার আগে তড়িঘড়ি পাকিস্তানে পৌঁছে গেল কিউয়ি প্রতিনিধি দল ৷

পাশাপাশি আইসিসি'র একটি প্রতিনিধি দলও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ভেন্যুগুলির নিরাপত্তা ব্য়বস্থা খতিয়ে দেখতে সেদেশে পা রেখেছে ৷ প্রথমে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, এরপর একে একে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ব্যবস্থাপনা ইতিমধ্যেই খতিয়ে দেখেছে সেই প্রতিনিধি দল ৷ আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অবশ্য পাকিস্তানের তিন-তিনটি স্টেডিয়ামে এখন সংস্কারের কাজ চলছে ৷ সে সব খতিয়ে দেখেন আইসিসি'র প্রতিনিধিরা ৷

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নাকভি দুই প্রতিনিধি দলকেই আশ্বস্ত করে জানিয়েছেন, সময়ের আগেই শেষ হবে সংস্কারের কাজ ৷ একইসঙ্গে সেদেশে খেলতে যাওয়া সব দলকে স্টেট-লেভেল সিকিওরিটি দেওয়ার কথা জানান তিনি ৷ উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্কের কারণে ভারত পাকিস্তানের মাটিতে শুরু থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিল ৷ পাল্টা পাকিস্তানও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট না-নিয়ে যাওয়ার ব্যাপারে নাছোড় ছিল ৷ শেষমেশ আইসিসি ঘোষণা করে যে কোনও পরিস্থিতিতে 2027 পর্যন্ত দু'দল আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হবে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.