মহাশিবরাত্রিতে পুরীর সমুদ্র সৈকতে ধ্যানস্থ মহাদেব, শান্তির জন্য প্রার্থনা বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের - MahaShivratri 2024 Puri Sand Art

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 11:21 AM IST

আজ মহাশিবরাত্রি ৷ পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে দেবাদিদেব মহাদেবের বিশালাকার মূর্তি ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ জটাধারী মহাদেব ধ্যানস্থ ৷ তিনি জটায় চন্দ্রকে ধারণ করেছেন ৷ তাঁর মাথায় রয়েছে নাগরাজ বাসুকি ৷ ধ্যানস্থ শিবের চারদিকে 500টি ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে সাজিয়েছেন ভাস্কর সুদর্শন ৷ তাঁর গড়া এই শিল্পকীর্তির নীচে সুদর্শন লিখেছেন, 'শান্তির জন্য প্রার্থনা, ওঁ নমঃ শিবায় ৷'  

ওড়িশার পুরী দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ৷ ওড়িশার সুদর্শন পট্টনায়ক সমুদ্র সৈকতে বিভিন্ন উপলক্ষ্যে নানারকম শিল্পকীর্তি করে তাক লাগিয়ে দেন ৷ এবার পুরীর নিলাদ্রী সমুদ্র সৈকতে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই শিল্পীর তৈরি বিশালাকার মহাদেবের মূর্তি দেখতে ভিড় জমিয়েছিল বহু পর্যটক ৷ শিল্পী বলেন, "সারা দেশে পবিত্র মহাশিবরাত্রি পালিত হচ্ছে ৷ এই শিল্পের মাধ্যমে আমাদের দেশে আনন্দ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব ৷" পুরাণে কথিত আছে, শিবরাত্রিতে হর-পার্বতীর মিলনের সময় ৷ দেশজুড়ে রাজ্যগুলিতে শিবের মন্দিরগুলিতে আজ ধুমধাম করে শিবরাত্রি পালিত হচ্ছে ৷ আজ রাত 9.57 মিনিট থেকে শনিবার সন্ধ্যা 6.17 মিনিট পর্যন্ত শিবরাত্রির তিথি থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.