আরজি করে রাখিবন্ধনের দিনে মানববন্ধনে ন্যায়বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
Published : Aug 19, 2024, 8:09 PM IST
RG Kar Doctor Rape and Murder: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মানববন্ধন কর্মসূচি ৷ সোমবার রাখিবন্ধনের দিনে অধ্যক্ষ সুহৃতা পালের অফিসের সামনে এই কর্মসূচি পালন করলেন জুনিয়ার ডাক্তারেরা ৷ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি উঠল, 'অভয়ার জন্য ন্যায়বিচার চাই' ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা ৷
আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের বিচারে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে আন্দোলন করছেন জুনিয়ার ডাক্তারেরা ৷ পাশাপাশি ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামেও দেখা যায় তাঁদের ৷ রবিবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল করে জুনিয়ার ডাক্তারদের সংগঠন । কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হয় এই মিছিল । প্রায় 25টি মেডিক্যাল কলেজ থেকে জুনিয়ার ডাক্তারেরা এ দিনের ওই মহামিছিলে সামিল হয়েছিলেন । শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মিছিল শেষে হয় হাত ধরে মানববন্ধন কর্মসূচি ৷ এরপর সোমবার রাখিবন্ধনের দিনে ফের আরজি করে হল জুনিয়ার ডাক্তারদের মানববন্ধন কর্মসূচি ৷ আরজি কর-কাণ্ডে কলেজের পড়ুয়াদের পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তনীরাও ৷