পশ্চিম গোদাবরী(অন্ধ্রপ্রদেশ), 20 ডিসেম্বর: পার্সেল খুলতেই চক্ষু চড়কগাছ মহিলার ৷ ভিতরে দেখা মিলল ব্যক্তির পচাগলা দেহের ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার উন্ডি মন্ডলের ইয়ান্দাগান্ডিতে।
পশ্চিম গোদাবরী জেলার এসপি আদনান নঈম আসমি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছেন । সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, পার্সেলের সঙ্গে একটি চিঠি ছিল। সেটা ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ চিঠি থেকে জানা গিয়েছে এক ব্যক্তি 1 কোটি 35 লক্ষ টাকা দাবি করেছেন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তদন্তের পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে ৷
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 45 বছর ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য ভীমভরম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । দেহটি কার তা জানার চেষ্টা শুরু হয়েছে। আর তা জানতে গত 3-4 দিনে যে সমস্ত মিসিং ডায়েরি দায়ের হয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি এসপির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষত্রিয় সেবা সমিতির কাছে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন এক মহিলা । প্রথম পর্যায়ে ক্ষত্রিয় সেবা সমিতি বাড়ি নির্মাণের জন্য টাইলস প্রদান করে তাঁকে । পরে ওই মহিলা আবারও আর্থিক সহায়তার আবেদন করেন । ফলে দ্বিতীয় দফায় বৈদ্যুতিক সরঞ্জাম পাঠামোর কথা ছিল ওই সমিতির ৷
সেই অনুযায়ী বৃহস্পতিবার রাতে ওই মহিলা একটি কাঠের বাক্স-সহ পার্সেল পান । তবে পার্সেল খুলতেই হতবাক হয়ে যান মহিলা ৷ তিনি দেখেন, বৈদ্যুতিক সরঞ্জামের পরিবর্তে পার্সেলে এক ব্যক্তির পচাগলা দেহ । তার থেকে গন্ধ বের হচ্ছে ৷ দেহ দেখতে পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই মহিলার পরিবারের সদস্যরা।
পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিম গোদাবরী জেলার এসপি ঘটনাস্থলে পৌঁছে দেহটি পরীক্ষা করেন । পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্যসংগ্রহ করেন তিনি । পার্সেলটিতে দেহের সঙ্গে একটি চিঠি মিলেছে বলে খবর ৷ সেই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে । তাতে লেখা, 1 কোটি 35 লক্ষ টাকা দিতে হবে, না-হলে সমস্যায় পড়বেন।