ETV Bharat / state

তপসিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অনেক ঝুপড়ি - FIRE IN TOPSIA

শুক্রবার বেলা 12টা 30 মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে ৷ ভেতরে শিশুদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷

Fire in Topsia
তপসিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Updated : 4 hours ago

কলকাতা, 20 ডিসেম্বর: শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ৷ এবার তপসিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন লাগল ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 18টি ইঞ্জিন ৷ আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ ৷ ঝুপড়িতে বেশ কয়েকজন শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা 12টা 30 মিনিটের দিকে ৷ তপসিয়ার বিএন রোডের কাছে বহুতলের পাশে বস্তিতে দাউ দাউ করে আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পার্শবর্তী এলাকা ৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে একের পর এক বাড়ি এবং দোকান । এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ৷ আগুনের তীব্রতাও এত বেশি যে কাছাকাছি এগোতেই পারছেন না দমকল কর্মীরা ৷

দেখুন তপসিয়ায় আগুনের ভিডিয়ো (ইটিভি ভারত)

আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ৷ আগুন যদি নিয়ন্ত্রণে আনা না-যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । সব হারিয়ে হাহাকার বাসিন্দাদের ৷

পাশাপাশি এদিন বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, আগুন লাগারও প্রায় এক ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে আসে । ততক্ষণ সাধারণ মানুষ বালতি, হাঁড়ি দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ৷ সেখানে অনেক বাঁশের কাঠামো রয়েছে ৷ যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ৷ সেই সব কাঠামোতে একের পর এক ভেঙে পড়তে থাকে । দমকলের কাছে যথেষ্ট লম্বা পাইপ না-থাকায় আবারও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে ।

Fire in Topsia
তপসিয়ায় আগুন (নিজস্ব ছবি)

ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ তাঁদেরকে লক্ষ্য করে ইঁট-পাথর ছুঁড়তে থাকে এলাকার বাসিন্দারা । পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না-যায় তার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে ব়্যাপিড অ্যাকশন ফোর্স (ব়্যাফ)-কে । ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ইটের ঘায়ে জখম হয়েছেন । তাঁদের চিকিৎসার জন্য সেখান থেকে সরিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তবে ইঁটের ঘায়ে সঠিক কতজন পুলিশ কর্মী আহত হয়েছেন, সেই সংখ্যা এখনও জানা যায়নি ।

Fire in Topsia
আগুনে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি (নিজস্ব ছবি)

ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি স্থানীয় মানুষদের সবরকমভাবে সাহায্য করার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন । মন্ত্রী সুজিত বসু বলেন, "আমি সমস্ত বাসিন্দাদের শান্ত থাকার জন্য আবেদন করছি । তাদের রাগ করার কারণ থাকতে পারে এবং আমি তাদের কথা শুনতে রাজি আছি । তবে, এখন অগ্রাধিকার আগুন নেভানো । আমি ঘটনাস্থলে 15টি দমকলের গাড়ি চেয়েছিলাম এবং পুলিশকে রুটটি খালি রাখতে বলেছিলাম ৷ যাতে দমকলের গাড়ি ঢুকতে সমস্যা না হয় ৷" ঘটনাস্থলে যান বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানও ৷

Fire in Topsia
ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু (নিজস্ব ছবি)
Fire in Topsia
ঘটনাস্থলে এসেছেন জাভেদ খান (নিজস্ব ছবি)

সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তপসিয়ার ভয়াবহ আগুনে এখনও পর্যন্ত ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 30টির কাছাকাছি বাড়ি এবং দোকান । এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়োজনীয় তথ্য এবং নথি । এমনকি পুড়ে গিয়েছে একাধিক আসবাবপত্র এবং সাইকেল থেকে শুরু করে মোটরবাইক আলমারি এবং ফ্রিজ ।

Fire in Topsia
আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয়রা (নিজস্ব ছবি)

আগুন নিয়ন্ত্রণে কিছুটা এসেছে ৷ পুলিশ ও দমকল কর্মীরা ভেতরে গিয়ে দেখেন কেউ আটকে রয়েছে কি না । তবে জানা যাচ্ছে, ভেতরে কোথাও কেউ আটকে নেই । এছাড়াও ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে যায় । জানা গিয়েছে, যেই অঞ্চলে আগুন লেগেছে সেখানে প্রায় 150 থেকে 200টি ঝুপড়ি বাড়ি রয়েছে । এছাড়াও ওই মজদুর কলোনিতে রয়েছে প্রায় 2000-এর মতো বস্তি বাড়ি ।

কলকাতা, 20 ডিসেম্বর: শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ৷ এবার তপসিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন লাগল ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 18টি ইঞ্জিন ৷ আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ ৷ ঝুপড়িতে বেশ কয়েকজন শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা 12টা 30 মিনিটের দিকে ৷ তপসিয়ার বিএন রোডের কাছে বহুতলের পাশে বস্তিতে দাউ দাউ করে আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পার্শবর্তী এলাকা ৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে একের পর এক বাড়ি এবং দোকান । এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ৷ আগুনের তীব্রতাও এত বেশি যে কাছাকাছি এগোতেই পারছেন না দমকল কর্মীরা ৷

দেখুন তপসিয়ায় আগুনের ভিডিয়ো (ইটিভি ভারত)

আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ৷ আগুন যদি নিয়ন্ত্রণে আনা না-যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । সব হারিয়ে হাহাকার বাসিন্দাদের ৷

পাশাপাশি এদিন বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, আগুন লাগারও প্রায় এক ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে আসে । ততক্ষণ সাধারণ মানুষ বালতি, হাঁড়ি দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ৷ সেখানে অনেক বাঁশের কাঠামো রয়েছে ৷ যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ৷ সেই সব কাঠামোতে একের পর এক ভেঙে পড়তে থাকে । দমকলের কাছে যথেষ্ট লম্বা পাইপ না-থাকায় আবারও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে ।

Fire in Topsia
তপসিয়ায় আগুন (নিজস্ব ছবি)

ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ তাঁদেরকে লক্ষ্য করে ইঁট-পাথর ছুঁড়তে থাকে এলাকার বাসিন্দারা । পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না-যায় তার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে ব়্যাপিড অ্যাকশন ফোর্স (ব়্যাফ)-কে । ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ইটের ঘায়ে জখম হয়েছেন । তাঁদের চিকিৎসার জন্য সেখান থেকে সরিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তবে ইঁটের ঘায়ে সঠিক কতজন পুলিশ কর্মী আহত হয়েছেন, সেই সংখ্যা এখনও জানা যায়নি ।

Fire in Topsia
আগুনে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি (নিজস্ব ছবি)

ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি স্থানীয় মানুষদের সবরকমভাবে সাহায্য করার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন । মন্ত্রী সুজিত বসু বলেন, "আমি সমস্ত বাসিন্দাদের শান্ত থাকার জন্য আবেদন করছি । তাদের রাগ করার কারণ থাকতে পারে এবং আমি তাদের কথা শুনতে রাজি আছি । তবে, এখন অগ্রাধিকার আগুন নেভানো । আমি ঘটনাস্থলে 15টি দমকলের গাড়ি চেয়েছিলাম এবং পুলিশকে রুটটি খালি রাখতে বলেছিলাম ৷ যাতে দমকলের গাড়ি ঢুকতে সমস্যা না হয় ৷" ঘটনাস্থলে যান বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানও ৷

Fire in Topsia
ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু (নিজস্ব ছবি)
Fire in Topsia
ঘটনাস্থলে এসেছেন জাভেদ খান (নিজস্ব ছবি)

সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তপসিয়ার ভয়াবহ আগুনে এখনও পর্যন্ত ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 30টির কাছাকাছি বাড়ি এবং দোকান । এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়োজনীয় তথ্য এবং নথি । এমনকি পুড়ে গিয়েছে একাধিক আসবাবপত্র এবং সাইকেল থেকে শুরু করে মোটরবাইক আলমারি এবং ফ্রিজ ।

Fire in Topsia
আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয়রা (নিজস্ব ছবি)

আগুন নিয়ন্ত্রণে কিছুটা এসেছে ৷ পুলিশ ও দমকল কর্মীরা ভেতরে গিয়ে দেখেন কেউ আটকে রয়েছে কি না । তবে জানা যাচ্ছে, ভেতরে কোথাও কেউ আটকে নেই । এছাড়াও ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে যায় । জানা গিয়েছে, যেই অঞ্চলে আগুন লেগেছে সেখানে প্রায় 150 থেকে 200টি ঝুপড়ি বাড়ি রয়েছে । এছাড়াও ওই মজদুর কলোনিতে রয়েছে প্রায় 2000-এর মতো বস্তি বাড়ি ।

Last Updated : 4 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.