চণ্ডীগড়, 20 ডিসেম্বর: প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ অবশেষে শুক্রবার সকালে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জী'র মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি বহু বছর ধরে রাজ্যরাজনীতিতে সক্রিয় ছিলেন ৷ চৌধুরি দেবীলাল জী'র কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।
हरियाणा के पूर्व मुख्यमंत्री ओम प्रकाश चौटाला जी के निधन से अत्यंत दुख हुआ है। प्रदेश की राजनीति में वे वर्षों तक सक्रिय रहे और चौधरी देवीलाल जी के कार्यों को आगे बढ़ाने का निरंतर प्रयास किया। शोक की इस घड़ी में उनके परिजनों और समर्थकों के प्रति मेरी गहरी संवेदनाएं। ॐ शांति। pic.twitter.com/QXh74przOI
— Narendra Modi (@narendramodi) December 20, 2024
শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সাইনি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-এর সুপ্রিমো এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী ওম প্রকাশ চৌটালার মৃত্যু অত্যন্ত দুঃখজনক । তিনি সারা জীবন দেশ ও সমাজের সেবা করেছেন ৷ তাঁর চলে যাওয়া দেশ তথা হরিয়ানার রাজনীতির জন্য বড় ক্ষতি ।"
इनेलो सुप्रीमो एवं हरियाणा के पूर्व मुख्यमंत्री चौधरी ओमप्रकाश चौटाला जी का निधन अत्यंत दुःखद है।
— Nayab Saini (@NayabSainiBJP) December 20, 2024
मेरी ओर से उन्हें विनम्र श्रद्धांजलि।
उन्होंने प्रदेश और समाज की जीवनपर्यंत सेवा की।देश व हरियाणा प्रदेश की राजनीति के लिए यह अपूरणीय क्षति है।
प्रभु श्री राम से प्रार्थना है कि… pic.twitter.com/58JMF1hkDb
শোকপ্রকাশ করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দ্র সিং হুডা ৷ তিনি জানান, বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল ৷
#WATCH | On the demise of former Haryana CM and INLD chief Om Prakash Chautala, former Haryana CM and senior Congress leader Bhupinder Singh Hooda says, " ...when om prakash ji was the cm, i was the lop...we had good relations. he served people...he was still active. it didn't… pic.twitter.com/57qU17sGYQ
— ANI (@ANI) December 20, 2024
হরিয়ানার সিরসা জেলার চৌটালা গ্রামে 1935 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন ওম প্রকাশ চৌটালা ৷ চৌধুরি দেবীলাল হরিয়ানার মুখ্যমন্ত্রী ও দেশের উপ-প্রধানমন্ত্রী ছিলেন ৷ বাড়ির রাজনৈতিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা ৷ অবশেষে, মাঝপথে পড়াশোনা ছেড়ে বাবার দেখানো রাস্তা গ্রহণ করেন তিনি ৷
হরিয়ানার রাজনীতিতে তাঁর গুরুত্ব অপরিসীম ৷ বিধানসভা নির্বাচনে 7বার জয় ছিনিয়ে নেন ওম প্রকাশ চৌটালা ৷ সেই সঙ্গে, 1989 সাল থেকে 4 বার মুখ্যমন্ত্রীও হন তিনি ৷ মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওম প্রকাশ চৌটালা ৷ হরিয়ানার আঞ্চলিক দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের জাতীয় সভাপতি ছিলেন তিনি ৷
2008 সালে জুনিয়র বেসিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হন ওম প্রকাশ চৌটালা । ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । 2013 সালে ওম প্রকাশ ও তাঁর ছেলে অজয় সিং চৌটালাকে 10 বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে দিল্লি কোর্ট ৷ শাস্তি বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷ এরপর তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে ৷ মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ায় দ্বাদশ শ্রেণির গণ্ডি পার করতে পারেননি ওম প্রকাশ চৌটালা ৷ 2017 সালে তিহাড়ে বসে সেই স্বপ্ন পূরণ করেন তিনি ৷ শুধু তাই নয়, পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ৷