তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষ্যে লঞ্চে অভিনব গঙ্গা আরতি চন্দননগরে - Ganga Aarti at Chandannagar

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 11:07 PM IST

thumbnail
শ্রাবণী মেলা উপলক্ষ্যে চন্দননগরে গঙ্গা আরতি (নিজস্ব ভিডিয়ো)

তারকেশ্বরে শ্রাবণী মেলার জন্য গঙ্গা আরতির বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের । এই প্রথম চন্দননগরের রানিঘাটে সুসজ্জিত লঞ্চের মধ্যে গঙ্গা আরতি করা হল । শ্রাবণী মেলার জন্য শনি ও রবিবার বহু মানুষ আসেন তারকেশ্বরে । 19 অগস্ট পর্যন্ত চলবে এই মেলা । প্রথা অনুযায়ী, বৈদ্যবাটি গঙ্গা ঘাট থেকে জল নিয়ে বাঁক কাঁধে প্রায় 40 কিমি রাস্তা পায়ে হেঁটে যান লাখ লাখ ভক্ত । 

এই পবিত্র মাস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রাবণী মেলার জন্য গঙ্গাবক্ষে শনিবার আরতির আয়োজন করা হল চন্দননগর ও শ্রীরামপুর রায় ঘাটে । একই সঙ্গে এদিন তারকেশ্বরে মন্দির ও বাবা তারকনাথের ছবি দিয়ে সংগ্রহশালার উদ্বোধন করা হয়। পাশাপাশি চন্দননগর রানিঘাটে এই গঙ্গা আরতির অনুষ্ঠানে লোকশিল্পীরা খোল-করতাল ও ধুনুচি নাচ করেন । সেই সঙ্গে লঞ্চের উপরে বেনারসের আদলে আরতির ব্যবস্থা করা হয় । এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না ও হুগলি জেলার প্রশাসনিক কর্তারা । 

এই বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, "শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গা আরতির আয়োজন । জেলা প্রশাসন থেকে এবারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে শ্রাবণী মেলায় । ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । যাত্রীদের যাতায়াতের জন্য বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ।এছাড়াও যারা বাঁকে করে জল নিয়ে যান তাদের জন্য বাঁক বাহাদুর নামে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ।" হুগলির জেলাশাসক মুক্তা আর্য জানান, আজ চন্দননগর রানিঘাটে গঙ্গা আরতি হল ৷ রবিবার সেই লঞ্চ চলে যাবে শ্রীরামপুর রায়ঘাটে ৷ সেখানেও হবে আরতি ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.