ঘন কুয়াশার মাঝে লোকালয়ে হাতির হানা আলিপুরদুয়ারে, দেখুন ভিডিয়ো - হাতির হানা আলিপুরদুয়ারে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 5:25 PM IST

Elephant Attack in Alipurduar: ঘন কুয়াশায় হাতির হানা আলিপুরদুয়ারে। বেশ কয়েকটি এলাকায় ঘুরে বেড়াল দুটি দাঁতাল বুনো হাতি। ঘটনায় অবাক স্থানীয়রা । শেষে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনবিভাগের বনকর্মীরা এসে হাতি দুটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠান । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা পৌরসভার খলিসামারি এলাকায় ৷ সাত সকালে দুটি বুনো দাঁতালের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে ।

জানা গিয়েছে, বুধবার রাত দুটো নাগাদ প্রথম বুনো হাতি দুটি হানা দেয় শহরে ৷ সেখানকার সরকারি হোমে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভিডিয়ো। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুটি বুনো হাতি হোমের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে ৷ হোমের সবজি বাগানও ক্ষতিগ্রস্ত করে হাতিগুলি । এরপর 17ডি জাতীয় সড়কে উঠে ডিভাইডার ভেঙে চুরমার করে দেয় দাঁতাল । প্রত্যক্ষদর্শীরা জানান, তারপর ওই দুই বুনো হাতি জাতীয় সড়ক ধরে বাগান বাড়ির দিকে চলে যায় । শহরের ধুপগুড়ি মোড়,অধিকারী কলোনি-সহ বেশ কিছু এলাকায় তাণ্ডব চালায় বুনো দাঁতাল হাতি দুটি । ফালাকাটার বেশ কিছু আলুর জমিও ক্ষতিগ্রস্ত করেছে হাতিগুলি ।

সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকায় প্রথমে হাতিগুলি কোথায় গেল তা খুঁজে পাওয়া যায়নি । পরে বনকর্মীরা দুই বুনো হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেন । বনকর্তাদের অনুমান, প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দু'টি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ফালাকাটা পৌর এলাকায় ঢুকে পড়েছিল । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.