ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মহানগরে, যান চলাচলে বিঘ্ন - Cyclone Remal Update
Published : May 26, 2024, 8:04 PM IST
Remal Cyclone: ক্রমশই শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে আরও উত্তর দিকে এগোচ্ছে রেমাল ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা। সোমবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকঘণ্টা লোকাল ও দুরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ রেলের তরফে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম ৷ পূর্বরেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, শিয়ালদা শাখার দক্ষিণ ও উত্তরের বারাসত, হাসনাবাদ শাখায় রবিবার রাত 11টা থেকে সোমবার অর্থাৎ 27 মে সকাল 6টা পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ৷ রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল।