আবাস যোজনার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মোদির অভিযোগের পাল্টা যুক্তি দেখালেন কুণাল - KUNAL GHOSH ON PM MODI

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 9:32 PM IST

বাংলার মানুষ আবাস যোজনা পাচ্ছে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অমিত শাহের বাংলা সফর নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন তিনি ।

কুণাল ঘোষ বলেন, "আবাস যোজনা নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন । কারও প্রতি বৈষম্য করা হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষকে সমস্ত সুবিধা দেয় ৷ সুতরাং, আবাস যোজনা নিয়ে কথাবার্তা সম্পূর্ণ ভিত্তিহীন । প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাটক করেছেন । তিনি শুধু বলেছেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না ৷ কিন্তু সেই সুবিধা পেতে গেলে কোন কোন শর্তাবলী প্রযোজ্য সেটা বলছেন না । প্রধানমন্ত্রী বাস্তব জেনে বুঝেও একটা নাটক করলেন ।" 

অমিত শাহের সভা নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, "অমিত শাহ সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন । যে জেলায় দুটো উপনির্বাচন আছে সেখানে সরকারি বিভিন্ন প্রকল্প উন্মোচন করা ও রাজ্যের সরকারের বিরুদ্ধে কিছু বলা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন । এটা নিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.