thumbnail

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল দুর্গাপুরের খনি অঞ্চল

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

মাত্র দু'দিন আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে । রাতভর বৃষ্টিতে চারিদিকে শুধুই জল । মেঘ কাটতে না কাটতেই প্রকৃতির এক অন্য চিত্র ধরা পড়ল দুর্গাপুরের খনি অঞ্চলে ৷ শনিবার ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল দুর্গাপুর মহকুমার অন্ডাল, পাণ্ডবেশ্বর ও ফরিদপুর ব্লকের বিস্তীর্ণ খনি অঞ্চল ৷ রাস্তাঘাট জনশূন্য ৷ 

দুর্ভেদ্য কুয়াশা এবং ভোরের আঁধার কাটিয়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে শনিবার সকালে । কার্তিক মাসের শুরুতেই শীতের আমেজ ! এদিন সকাল থেকে যেন শীতের সূচনা হয়ে গেল দুর্গাপুর মহকুমার খনি অঞ্চলে । খানিকটা আলো ফুটতেই স্কুল পড়ুয়াদের স্কুলে যাওয়ার তাড়া থাকে প্রতিদিন । কিন্তু, এদিন কুয়াশার কারণে পুলকার চালকেরা বেজায় সমস্যায় পড়েছেন ৷  এক কথায়, শনিবারের এই কুয়াশা মাখা রোদ যেন জানান দিল শীত আসছে । 

বঙ্গ জীবনকে আরও রঙিন করে তুলতে মাত্র কয়েকটি মাস শীতের আগমন ঘটে । উৎসবকালীন সময়কে আরও বেশি আকর্ষণীয় করে তোলে শীতের আগমন । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.