আরজি করে ছেয়ে গেল সিআইএসএফের জরুরি হেল্পলাইন নম্বর - CISF EMERGENCY NUMBERS FOR RG KAR - CISF EMERGENCY NUMBERS FOR RG KAR
🎬 Watch Now: Feature Video
Published : Aug 31, 2024, 9:18 PM IST
আরজি কর হাসপাতালের চারিদিকে ছেয়ে গেল সিআইএসএফের জরুরি নম্বর ৷ সেখানে সিআইএসএফের পাশাপাশি নিকটবর্তী পুলিশ স্টেশন, হাসপাতাল কর্তৃপক্ষ, দমকল বিভাগ-সহ সব জরুরি পরিষেবার নম্বর দেওয়া হয়েছে ৷ ওই নম্বরে ফোন করে সাহায্য চাইলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি পৌঁছে যাবে ঘটনাস্থলে । এর ফলে হাসপাতালে আসা সকল রোগী, স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক প্রত্যেকেই জরুরি পরিস্থিতিতে সাহায্য চেয়ে ফোন করতে পারবেন ৷ এছাড়াও, বডি ক্যামেরার জন্য আবেদন করা হয়েছে ৷ যাতে নিরাপত্তাবাহিনীর নজর কোনও কিছু থেকে এরিয়ে গেলেও, তা বডি ক্যামেরায় ধরা পড়ে যাবে ৷ অন্যদিকে, জরুরি বিভাগের ছাদেও আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজন সিআইএসএফ জওয়ান মোতায়েন রয়েছেন ৷ দূরের কোনও মিছিল, মিটিং বা ভিড় হাসপাতালের দিকে আসে, তা নজরে রাখতে এই ব্যবস্থা ৷ এর ফলে 14 অগস্টের মতো ঘটনা রুখতে সুবিধা হবে বলে মনে করছে সিআইএসএফ ৷