থিমে গঙ্গাদূষণ, ষষ্ঠীতেই চেতলা অগ্রণীতে উপচে পড়ল ভিড় - DURGA PUJA PARIKRAMA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 9, 2024, 7:45 PM IST
চব্বিশে 32 বছরে পা দিল চেতলা অগ্রণী । তাদের এবছরের পুজোর থিম গঙ্গা দূষণ । রূপায়ণে শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় । চেতলা অগ্রণীর এবারের থিমের মাধ্যমে কালীঘাট থেকে কাশী-বারাণসী সবই ফুটে উঠেছে । সেই সঙ্গে ক্লাব বার্তা দিতে চেয়েছে গঙ্গা দূষণের বিরুদ্ধেও । মণ্ডপের সামনেই শিবের প্রকাণ্ড মুখমণ্ডল ৷ প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা ৷ মহাষষ্ঠীর দুপুরেই উপচে পড়ছে ভিড় । মানুষের তিল ধারণের জায়গা নেই সেখানে । কেউ এসেছেন রাজারহাট থেকে তো কেউ মেদিনীপুর থেকে । ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল পুজো ঘিরে তাঁদের উন্মাদনার ছবি । ষষ্ঠীর দিনেই কার্যত জনসমুদ্র চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ ৷