শিবরাত্রিতে মহাকাল মন্দিরে ভস্মারতি দেখতে ভিড় পুণ্যার্থীদের - MahaShivratri 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 10:17 AM IST

Bhasma Aarti of Mahakal Temple: শিবরাত্রি উপলক্ষ্যে মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দিরে চলছে ভস্মারতি ৷ কথিত আছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে মহাকাল মন্দিরে। বৃহস্পতিবার 12টা থেকে ভস্মারতি শুরুর পূর্বে মহাকালকে প্রথমে জল নিবেদন করা হয় ৷ তারপর মন্দিরের পুরোহিতরা দুধ, দই, ঘি, মধু-সহ পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করান ৷ এদিন উজ্জয়িনী মন্দিরের মহাদেব সেজে ওঠেন রাজবেশে ৷ অভিষেক শেষে মহাকালকে ফল ও বিভিন্ন ধরনের মিষ্টি নিবেদন করা হয় ৷  

কথিত আছে, এক সময়ে শিবরাত্রির পুণ্যতিথিতে ভস্মারতির জন্য চিতা থেকে ছাই তুলে তা দিয়ে মহাদেবের আরতি হত ৷ তবে এখন গোবর দিয়ে ছাই তৈরি করে এই আরতি হয় ৷ গর্ভগৃহে আরতির সময় শুধুমাত্র মন্দিরের পাণ্ডারাই উপস্থিত থাকেন ৷ বাইরে থাকা জায়েন্ট স্কিনে পূণ্যার্থীরা আরতি দেখেন ৷ শিবরাত্রি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ ভষ্মারতি দেখতে মন্দিরে আগের রাত থেকে ভিড় জমান ভক্তরা ৷ রাজস্থান থেকে আসা এক পুণ্যার্থী জানান, এই বিশেষ তিথিতে মহাদেবের ভস্মারতি দেখেতে পেয়ে তিনি এক সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেষ্টিত মন্দির ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.