কলকাতা, 27 অক্টোবর: বাংলায় গুটখা, পান মশলা-সহ তামাকজাত দ্রব্য বিক্রি ও মজুতের উপর নিষেধাজ্ঞা ছিল আগেই । সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল । রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, 8 নভেম্বর থেকে রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এই নিষেধাজ্ঞা জারি থাকবে আরও এক বছর। প্রসঙ্গত অতীতে যে নিষেধাজ্ঞা জারি ছিল তা নভেম্বর মাসেই শেষ হয়ে যাচ্ছিল । তাই নবান্নের তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল।
এদিন স্বাস্থ্য দফতরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের 92 (2) ধারায় বলা হয়েছে, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্যের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ৷ ফলে পান মশলা, গুটখা জাতীয় পণ্য বিক্রি এবং মজুত নিষিদ্ধ করা হচ্ছে । এক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি থাকছে আরও এক বছর ৷
প্রসঙ্গত, 2006 সালে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের নিকোটিন বা তামাকজাত দ্রব্যকে ক্ষতিকারক বলে ঘোষণা করার পরই একাধিক রাজ্য এই তামাকজাত দ্রব্য বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ রাজ্য সরকারের তরফ থেকে 2011 সালে তামাকজাত দ্রব্যের বিক্রি ও মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ বারংবার সেই মেয়াদ বৃদ্ধি করা হচ্ছিল । এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও একবার বাড়াল নবান্ন । এর আগেও একাধিকবার নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। এবার আবার একই পথে হাঁটল রাজ্য প্রশাসন।