নৈহাটি, 25 নভেম্বর: বড়মার মন্দিরে পুজো দিতে মঙ্গলবার নৈহাটি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়ের জন্য নৈহাটির বাসিন্দাদের অভিনন্দন জানাবেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সফরের আগে তৎপরতা শুরু ব্যারাকপুর পুলিশ-প্রশাসনের ৷
আচমকা মুখ্যমন্ত্রী সফর ঘিরে ব্যারাকপুরে পুলিশ-প্রশাসনের কর্তাদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সোমবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জরুরি বৈঠক করেন । ওই বৈঠকে ডাকা হয় বড়মার মন্দির পরিচালন কমিটির প্রতিনিধিদের। সঙ্গে দমকল এবং বিদ্যুৎ বিভাগ-সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও তলব করা হয় ।
জানা গিয়েছে, বড়মার মন্দিরে পুজো দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নবনির্বাচিত নৈহাটির বিধায়ক সনৎ দে । এছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও থাকার কথা রয়েছে । এই বিষয়ে উপনির্বাচনে জয়ী নৈহাটির বিধায়ক তথা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে'র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"মঙ্গলবার কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী আসছেন না । তিনি আসছেন বড়মার মন্দিরে পুজো দিতে । বিকাল তিনটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বড়মার মন্দিরে । উপনির্বাচনে জয়ের জন্য মুখ্যমন্ত্রী নৈহাটির মানুষকে অভিনন্দন জানাবেন।"
এই বিষয়ে মন্দির কমিটির সভাপতি তথা নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানান, বড়মার ভক্তদের অসুবিধা না করে মুখ্যমন্ত্রী ঠাকুরের আশীর্বাদ নেবেন ৷ দুপুর 2টো থেকে 4টে যে সময়টা মায়ের মন্দির বন্ধ থাকে সেইসময় তিনি আসবেন ও দর্শন করে পুজো দিয়ে চলে যাবেন ৷ সুতরাং, মায়ের নিত্য ভক্তদের কোনও সমস্যা হবে না ৷ মুখ্যমন্ত্রী আসবেন বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ৷