ETV Bharat / state

দ্রুত নতুন 6 বিধায়কের শপথের অনুরোধ, রাজ্যপালকে চিঠি দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ - MLAS OATH TAKING CEREMONY

রাজ্যপালকে বিধানসভায় এসে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হবে । সিভি আনন্দ বোস আসবেন কি না, এটাই প্রশ্ন ৷

Assembly Speaker Biman Banerjee
বিধায়কের শপথ নিয়ে রাজ্যপালকে চিঠি দিচ্ছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 5:35 PM IST

কলকাতা, 25 নভেম্বর: রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশের পরই ছয় বিধায়কের শপথ নিয়ে প্রস্তুতি শুরু করে দিল বিধানসভা । দ্রুত বিধায়কদের শপথ করানোর অনুরোধ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিচ্ছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

সাম্প্রতিক অতীতে বিধায়কদের শপথ নিয়ে বারবার জলখোলা হয়েছে । সংবাদের শিরোনামে উঠে এসেছে রাজভবন এবং বিধানসভার সংঘাত । গত শনিবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ তাতে ছটি আসনেই তৃণমূল জয়ী হয়েছে । এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন করে আবারও শপথ গ্রহণ নিয়ে সংঘাত হবে না তো !

Assembly Speaker Biman Banerjee
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

যদিও ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছয় বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । মূলত এই চিঠিতে রাজ্যপালকে বিধানসভায় এসে ছয় বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করছেন বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি চাইছেন, অহেতুক বিষয়টি নিয়ে দেরি না করে দ্রুত শপথ গ্রহণের পাঠ চুকিয়ে ফেলতে ।

রাজ্যপালের পদে দু'বছর পূর্তিতে সিভি আনন্দ বোস বলেছিলেন, আগামী সময়ে সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকুক এটাই তিনি চান । মূলত সেই জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে, রাজ্যপালকে বিধানসভায় এসে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হবে । প্রশ্ন এটাই, তিনি কি অধ্যক্ষের অনুরোধে বিধানসভায় এসে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন ! নাকি তা নিয়েও তৈরি হবে নয়া জটিলতা । যদিও বিধানসভা সূত্রে খবর, রাজ্যপাল অতীতে শপথ নিয়ে যেভাবে ডামাডোলের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, তাতে বিকল্প রাস্তা খোলা রাখছে বিধানসভার সচিবালয় ।

Assembly
অধ্যক্ষ চাইছেন বিধানসভায় হোক শপথ গ্রহণ অনুষ্ঠান (নিজস্ব ছবি)

বিধানসভার একটা সূত্র থেকে জানা যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে, সেক্ষেত্রে রাজ্যপাল শপথ নিয়ে গড়িমসি করলে, বিগত দিনে অন্যান্য জয়ী বিধায়কদের শপথের ক্ষেত্রে যেমন করা হয়েছিল, এক্ষেত্রেও তেমনই পদক্ষেপ করা হতে পারে । অর্থাৎ অহেতুক শপথ নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা হলে বিধানসভার অধিবেশনেই ছয় বিধায়কের শপথবাক্য পাঠ করানো হতে পারে বলে খবর । আর সেক্ষেত্রে শপথবাক্য পাঠ করাতে পারেন অধ্যক্ষই ।

যদিও এই মুহূর্তে বিধানসভার তরফ থেকে সেই সংঘাতের রাস্তায় যাওয়ার বিষয়টি বলা হচ্ছে না । তবে বিকল্প রাস্তা যে রয়েছে, তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে । রাজভবন উদ্যোগী না হলে, চলতি সপ্তাহেই সেক্ষেত্রে জয়ী তৃণমূল কংগ্রেসের 6 বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে । তবে এই মুহূর্তে রাজভবন কী বলে তার জন্য অপেক্ষায় রয়েছে বিধানসভার সচিবালয় ।

কলকাতা, 25 নভেম্বর: রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশের পরই ছয় বিধায়কের শপথ নিয়ে প্রস্তুতি শুরু করে দিল বিধানসভা । দ্রুত বিধায়কদের শপথ করানোর অনুরোধ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিচ্ছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

সাম্প্রতিক অতীতে বিধায়কদের শপথ নিয়ে বারবার জলখোলা হয়েছে । সংবাদের শিরোনামে উঠে এসেছে রাজভবন এবং বিধানসভার সংঘাত । গত শনিবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ তাতে ছটি আসনেই তৃণমূল জয়ী হয়েছে । এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন করে আবারও শপথ গ্রহণ নিয়ে সংঘাত হবে না তো !

Assembly Speaker Biman Banerjee
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

যদিও ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছয় বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । মূলত এই চিঠিতে রাজ্যপালকে বিধানসভায় এসে ছয় বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করছেন বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি চাইছেন, অহেতুক বিষয়টি নিয়ে দেরি না করে দ্রুত শপথ গ্রহণের পাঠ চুকিয়ে ফেলতে ।

রাজ্যপালের পদে দু'বছর পূর্তিতে সিভি আনন্দ বোস বলেছিলেন, আগামী সময়ে সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকুক এটাই তিনি চান । মূলত সেই জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে, রাজ্যপালকে বিধানসভায় এসে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হবে । প্রশ্ন এটাই, তিনি কি অধ্যক্ষের অনুরোধে বিধানসভায় এসে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন ! নাকি তা নিয়েও তৈরি হবে নয়া জটিলতা । যদিও বিধানসভা সূত্রে খবর, রাজ্যপাল অতীতে শপথ নিয়ে যেভাবে ডামাডোলের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, তাতে বিকল্প রাস্তা খোলা রাখছে বিধানসভার সচিবালয় ।

Assembly
অধ্যক্ষ চাইছেন বিধানসভায় হোক শপথ গ্রহণ অনুষ্ঠান (নিজস্ব ছবি)

বিধানসভার একটা সূত্র থেকে জানা যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে, সেক্ষেত্রে রাজ্যপাল শপথ নিয়ে গড়িমসি করলে, বিগত দিনে অন্যান্য জয়ী বিধায়কদের শপথের ক্ষেত্রে যেমন করা হয়েছিল, এক্ষেত্রেও তেমনই পদক্ষেপ করা হতে পারে । অর্থাৎ অহেতুক শপথ নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা হলে বিধানসভার অধিবেশনেই ছয় বিধায়কের শপথবাক্য পাঠ করানো হতে পারে বলে খবর । আর সেক্ষেত্রে শপথবাক্য পাঠ করাতে পারেন অধ্যক্ষই ।

যদিও এই মুহূর্তে বিধানসভার তরফ থেকে সেই সংঘাতের রাস্তায় যাওয়ার বিষয়টি বলা হচ্ছে না । তবে বিকল্প রাস্তা যে রয়েছে, তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে । রাজভবন উদ্যোগী না হলে, চলতি সপ্তাহেই সেক্ষেত্রে জয়ী তৃণমূল কংগ্রেসের 6 বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে । তবে এই মুহূর্তে রাজভবন কী বলে তার জন্য অপেক্ষায় রয়েছে বিধানসভার সচিবালয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.