কান্দি, 6 সেপ্টেম্বর: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ ৷ এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ । গুলি লক্ষ্যভ্রষ্ট হলে, ওই ব্যক্তিকে একাধিকবার ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, আহত ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতা ৷
বৃহস্পতিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে কান্দি থানার যশোহরি এলাকায় । আহত ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সাগর শেখ । শাসক দলের ওই নেতা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুলি এলাকার একটি হোটেল থেকে খাবার কিনে বাড়ি ফিরছিলেন তিনি ৷ সে সময় পেছন থেকে প্রথমে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় তাঁকে । মাটিতে লুটিয়ে পড়লে এলোপাথাড়ি কোপ মারা হয় । কোনওরকমে সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ।
গুলির শব্দের স্থানীয় লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় । আহত ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তদন্তকারীদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে ৷ আহতের স্ত্রী’ও জানিয়েছেন, বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে ৷ আহত সাগর শেখের আরও দাবি, সম্পত্তি আত্মসাৎ করার জন্য বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতা তথা তাঁর আত্মীয় এই গোটা কর্মকাণ্ড ঘটিয়েছে । প্রত্যেকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত তৃণমূল নেতা ।