পারথ, 22 নভেম্বর: সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই চাপে পড়েছিল ‘টিম ইন্ডিয়া’ ৷ ব্যাটিং ব্যর্থতায় 150 রানে গুটিয়ে গিয়েছিল যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা ৷ যদিও বল করতে নেমে ‘বিরাট’ ব্যর্থতা খানিক ঢাকলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ প্রথম দিনের শেষে অজিদের স্কোর 7 উইকেট হারিয়ে 67 ৷
নাথান ম্যকসুইনিকে ফেরত পাঠিয়ে কাজটা শুরু করেছিলেন বুমরা ৷ অধিনায়কের দাপটে প্রায় তার পরপরই ফিরেছিল তারিক উসমান খোয়াজা, স্টিভ স্মিথ ৷ সেখান থেকে নিজেদের কাজটা শুরু করেন মহম্মদ সিরাজ ও নবাগত হর্ষিত রানা ৷ সিরাজি স্পেলে ক্রিজ ছাড়েন মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন ৷ ট্রাভিস হেডের উইকেট ছিটকে টেস্টের প্রথম শিকার করেন রানা ৷ দিনের শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরান বুমরা ৷
নিউজিল্যান্ড সিরিজ যেখানে শেষ করেছিল, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সেখান থেকে শুরু করেছে ভারত ৷ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই নাস্তানাবুদ ‘টিম ইন্ডিয়া’ ৷ যসশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ধ্রুব জুরেলদের ব্যর্থতায় ঋষভ পন্থ-নীতীশ কুমার রেড্ডি খানিক হাল না-ধরলে দেড়শোর আগেই গুটিয়ে যেত ভারতের ব্যাটিং লাইন-আপ ৷
ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ দলের ব্যাটারদের ব্যর্থতায় বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা অবশ্য সুখকর হয়নি বোলিং মেশিনের জন্য ৷ বল করতে নেমে সেই ব্যর্থতা মুছে ফেললেল বুমরা ৷ অতি বড় ভারত সমর্থকও ভেবেছিলেন প্রথম ইনিংসে বড় রানের লিড নেবে অস্ট্রেলিয়া ৷ বুমরা-সিরাজের দাপুটে বোলিংয়ে এখন দ্বিতীয় দিনের শেষে একশোর আগে প্রতিপক্ষ শিবিরকে পেড়ে ফেলার ভাবনা টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ৷