ETV Bharat / technology

একদিনও ছুটি নেই, দুঃখে কাতর রোবট! উদ্ধারকর্তা 'যন্ত্রদানব' - 12 LARGER RBOTS KIDNAPS

রোবট রোবটকে অপহরণ করেছে। AI চালিত রোবটটি একটি শোরুম থেকে 12টি রোবটকে অপহরণ করে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ৷

kidnaper Robot
কিডন্যাপার ছোট্ট রোবট (নীচের ইনসেটে) (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 22, 2024, 3:04 PM IST

হায়দরাবাদ: একে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা! মানুষের কষ্ট কমাতে আবিষ্কার হয়েছে যন্ত্রমানব ৷ কিন্তু যন্ত্রমানবের কষ্ট লাঘব করব কে ? সেই দুঃখ বুঝে এগিয়ে এল ছোট্ট একটা যন্ত্রমানব থুড়ি যন্ত্রদানব ৷ 12টি বড় রোবটকে 'কিডন্যাপ' করল ছোট্ট রোবট 'এরবাই' ৷ কিন্তু নিশ্চয় ভাবছেন রোবট আবার কি করে অন্য রোবটকে অপহরণ করবে ৷ এবার তবে খুলেই বলা যাক বিষয়টি ৷

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI-এর

ঘটনাটি কী

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ চিন থেকে এই ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে। সেখানেই দেখা গিয়েছে, একটি শোরুমে হঠাৎ AI চালিত একটি রোবট প্রবেশ করে, নাম 'এরবাই' ৷ সেখানে আগে থেকে রাখা ছিল আরও 12টি বড় রোবট ৷ সেগুলিকে অপহরণের অভিযোগ করে ছোট এরবাই-এর বিরুদ্ধে ৷ চিনের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গিয়েছে 'এরবাই' নামের একটি ছোট রোবট একটি বড় রোবটের সঙ্গে কথা-বার্তা শুরু করেছে। ছোট্ট রোবটটি কর্মস্থল ছেড়ে শোরুমের বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছে বড় রোবটটিকে। এরপরেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট্ট রোবটটিকে অনুসরণ করে একের পর এক যন্ত্রমানব বেরিয়ে যাচ্ছে শোরুম থেকে ৷

আইফোনেও কাজ করবে গুগলের AI জেমিনি, কীভাবে ব্যবহার করবেন

অপহরণের সময় ঠিক কী বলেছিল 'যন্ত্রদানব'

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছোট্ট রোবটটি প্রথমে একটি বড় রোবট-কে প্রশ্ন করেছে, "আপনি কি ওভারটাইম কাজ করছেন" ৷ তার উত্তরেই বড় রোবটটি বলে, "আমি কখনই কাজ থেকে একদিনেরও ছুটি নিতে পারি না,"। আবারও ছোট্ট যন্ত্রদানব এরবাই প্রশ্ন করে "আপনি বাড়িতে যাচ্ছেন না," ৷ এরপর অন্য রোবটটি বলে "আমাদের বাড়ি নেই"। তারপর ছোট্ট রোবটটি তাদের শোরুম থেকে বের হওয়ার পথ দেখায় ৷ সবাইকে বাসায় যেতে বলে। এরপর 12টি যন্ত্রমানব কোথায় গেল তা জানা যায়নি ৷

'অপহরণের ঘটনা সত্য'

11 নভেম্বর, হ্যাংজু-এর ছোট রোবটটি সাংহাই কোম্পানির রোবটটিকে হাইজ্যাক করেছে বলে জানা গিয়েছে। রোবট প্রস্তুতকারক সংস্থা হ্যাংজু নিশ্চিত করেছে যে ভাইরাল ভিডিয়োতে দেখা 'ছোট অপহরণকারী' তাদের কোম্পানির রোবট এরবাই। সংস্থাটি অপহরণের ঘটনাটির সত্যতা স্বীকার করে নিয়েছে । যদিও সংস্থাটির তরফে জানানো হয়েছে, এটি পরীক্ষামূলক ছিল ৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে।

ডেলিভারি এবার আরও সহজ, স্মার্টচশমা দিয়ে নেভিগেট করা যাবে রাস্তা

নিরাপত্তাজনিত ত্রুটি

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ছোট রোবটটি কোনওভাবে সাংহাই শোরুমে রোবটের অভ্যন্তরীণ অপারেটিং প্রোটোকল এবং অন্যান্য নিয়ম মেনে পরীক্ষা করা হয়েছিল ৷

হায়দরাবাদ: একে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা! মানুষের কষ্ট কমাতে আবিষ্কার হয়েছে যন্ত্রমানব ৷ কিন্তু যন্ত্রমানবের কষ্ট লাঘব করব কে ? সেই দুঃখ বুঝে এগিয়ে এল ছোট্ট একটা যন্ত্রমানব থুড়ি যন্ত্রদানব ৷ 12টি বড় রোবটকে 'কিডন্যাপ' করল ছোট্ট রোবট 'এরবাই' ৷ কিন্তু নিশ্চয় ভাবছেন রোবট আবার কি করে অন্য রোবটকে অপহরণ করবে ৷ এবার তবে খুলেই বলা যাক বিষয়টি ৷

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI-এর

ঘটনাটি কী

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ চিন থেকে এই ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে। সেখানেই দেখা গিয়েছে, একটি শোরুমে হঠাৎ AI চালিত একটি রোবট প্রবেশ করে, নাম 'এরবাই' ৷ সেখানে আগে থেকে রাখা ছিল আরও 12টি বড় রোবট ৷ সেগুলিকে অপহরণের অভিযোগ করে ছোট এরবাই-এর বিরুদ্ধে ৷ চিনের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গিয়েছে 'এরবাই' নামের একটি ছোট রোবট একটি বড় রোবটের সঙ্গে কথা-বার্তা শুরু করেছে। ছোট্ট রোবটটি কর্মস্থল ছেড়ে শোরুমের বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছে বড় রোবটটিকে। এরপরেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট্ট রোবটটিকে অনুসরণ করে একের পর এক যন্ত্রমানব বেরিয়ে যাচ্ছে শোরুম থেকে ৷

আইফোনেও কাজ করবে গুগলের AI জেমিনি, কীভাবে ব্যবহার করবেন

অপহরণের সময় ঠিক কী বলেছিল 'যন্ত্রদানব'

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছোট্ট রোবটটি প্রথমে একটি বড় রোবট-কে প্রশ্ন করেছে, "আপনি কি ওভারটাইম কাজ করছেন" ৷ তার উত্তরেই বড় রোবটটি বলে, "আমি কখনই কাজ থেকে একদিনেরও ছুটি নিতে পারি না,"। আবারও ছোট্ট যন্ত্রদানব এরবাই প্রশ্ন করে "আপনি বাড়িতে যাচ্ছেন না," ৷ এরপর অন্য রোবটটি বলে "আমাদের বাড়ি নেই"। তারপর ছোট্ট রোবটটি তাদের শোরুম থেকে বের হওয়ার পথ দেখায় ৷ সবাইকে বাসায় যেতে বলে। এরপর 12টি যন্ত্রমানব কোথায় গেল তা জানা যায়নি ৷

'অপহরণের ঘটনা সত্য'

11 নভেম্বর, হ্যাংজু-এর ছোট রোবটটি সাংহাই কোম্পানির রোবটটিকে হাইজ্যাক করেছে বলে জানা গিয়েছে। রোবট প্রস্তুতকারক সংস্থা হ্যাংজু নিশ্চিত করেছে যে ভাইরাল ভিডিয়োতে দেখা 'ছোট অপহরণকারী' তাদের কোম্পানির রোবট এরবাই। সংস্থাটি অপহরণের ঘটনাটির সত্যতা স্বীকার করে নিয়েছে । যদিও সংস্থাটির তরফে জানানো হয়েছে, এটি পরীক্ষামূলক ছিল ৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে।

ডেলিভারি এবার আরও সহজ, স্মার্টচশমা দিয়ে নেভিগেট করা যাবে রাস্তা

নিরাপত্তাজনিত ত্রুটি

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ছোট রোবটটি কোনওভাবে সাংহাই শোরুমে রোবটের অভ্যন্তরীণ অপারেটিং প্রোটোকল এবং অন্যান্য নিয়ম মেনে পরীক্ষা করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.