মুম্বই, 22 নভেম্বর: বলিউড বাদশা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় পুলিশের হাতে চমকে দেওয়ার মতো রিপোর্ট ৷ অভিযুক্তের টার্গেট শুধু মাত্র শাহরুখ খান ছিলেন না ৷ বাদশার সঙ্গে আরিয়ান খানও ছিলেন অভিযুক্তের টার্গেটে ৷ শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে অভিযুক্ত আইনজীবী ফয়জান খান শাহরুখ-আরিয়ানের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
শাহরুখ ও আরিয়ানের ব্যক্তিগত তথ্য সংগ্রহ
সপ্তাহ খানেক আগেই কিং খানকে প্রাণনাশের হুমকি দিয়ে 50 লাখ টাকার দাবি করেছিলেন অভিযুক্ত ফয়জান খান ৷ ফয়জান ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা ৷ তিনি একজন আইনজীবী ৷ হুমকি ফোন আসার পরেই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশ ৷ ফোন কল ট্র্যাক করে অভিযুক্তের সন্ধানে বেরোয় তদন্তকারী দল ৷
#WATCH | Raipur, Chhattisgarh: Raipur SSP Santosh Singh says, " a team of bandra police from mumbai reached pandri police station. they have arrested faizan khan in the case of threatening actor shah rukh khan... he was given a notice a few days ago. after the investigation, he… https://t.co/upfy2VY2sT pic.twitter.com/vhLaG4xat7
— ANI (@ANI) November 12, 2024
অন্যদিকে, অভিযুক্ত বাদশাকে হুমকি দেওয়ার আগে ভালো মতো প্রস্তুতি সেরে রেখেছিলেন ৷ জানা গিয়েছে, বেশ কিছু সময় ধরেই শাহরুখ ও আরিয়ানের ব্যক্তিগত নানা তথ্য, সংবেদনশীল কিছু তথ্য অনলাইনের মাধ্যমে সংগ্রহ করছিলেন অভিযুক্ত ৷ রিপোর্ট অনুসারে, ফয়জনের দ্বিতীয় মোবাইল ইতিমধ্যেই ফরেনসিক ল্য়াবে পাঠানো হয়েছে ৷ বান্দ্রা পুলিশ এই ফোন উদ্ধার করে ৷ 7 নভেম্বর বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত ৷
বিচার বিভাগীয় হেফাজতে আসামি
রিপোর্ট অনুযায়ী, ফয়জান ফোন করে বলেছিলেন, "শাহরুখ কি সেই ব্যক্তি যিনি মন্নতে থাকেন? যদি তিনি 50 লাখ টাকা না দেন, তাহলে তাঁকে খুন করা হবে ৷" নিজের পরিচয় গোপন রেখে ফোন কেটে দেন অভিযুক্ত ৷ এরপরেই পুলিশ মামলা রুজু করে।
ফোন নম্বরটি ছত্তিশগড়ের রায়পুরের বলে জানতে পারে পুলিশ ৷ মুম্বইয়ের তদন্তকারী একটা দল সেখানকার স্থানীয় পুলিশের সাহায্য নেয় এবং ফয়জনকে গ্রেফতার করে ৷ 12 নভেম্বর ফয়জানকে মুম্বইতে আনা হয়। তাঁকে আদালতে হাজির করার পর 18 নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখা হয় ৷ তারপর 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বর্তমানে শাহরুখ খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বই পুলিশ। সুপারস্টারের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।