ETV Bharat / state

দক্ষিণে বিক্ষিপ্ত-উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস; ভোটগণনাতেও ভিজবে বাংলা - West Bengal Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 6:56 AM IST

Updated : Jun 3, 2024, 8:03 AM IST

West Bengal Weather Report: বর্ষা কেরলে প্রবেশ করলেও এখনই তা বঙ্গে আসছে না ৷ 10 তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ মঙ্গলে ভোটগণনার দিনেও পাহাড় থেকে সমতল ভিজবে ৷

Monsoon Update
উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি (ইটিভি ভারত)

কলকাতা, 3 জুন: ভোট শেষ। এবার অপেক্ষা ফলাফলের। আগামিকাল গণনার দিন। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পাহাড় থেকে সমতল সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দিন দু'য়েক ধরে সকাল থেকেই আকাশের মুখ ভার থাকছে। বেলা গড়ালে রোদের দেখা মিলছে ঠিকই কিন্তু তা আংশিক মেঘে ঢাকা। শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আজ, সোমবারও একই পূর্বাভাস রয়েছে।

সোমবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাজুড়ে (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় উপরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর কালিম্পং এবং দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।" এছাড়াও আগামিকাল 4 তারিখ অর্থাৎ ভোটের গণনার দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।"

কেরলে বর্ষা প্রবেশ করলেও এখনই দক্ষিণবঙ্গে তা ঢুকছে না। তবে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি পারদ সেভাবে চড়তে দিচ্ছে না। আরও কয়েকদিন আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন না-হলেও দু'দিন পর থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । 10 তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

কলকাতার ক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ, দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। দিনের তাপমাত্রা আগামী দু'দিনে কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 75 শতাংশ ৷

কলকাতা, 3 জুন: ভোট শেষ। এবার অপেক্ষা ফলাফলের। আগামিকাল গণনার দিন। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পাহাড় থেকে সমতল সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দিন দু'য়েক ধরে সকাল থেকেই আকাশের মুখ ভার থাকছে। বেলা গড়ালে রোদের দেখা মিলছে ঠিকই কিন্তু তা আংশিক মেঘে ঢাকা। শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আজ, সোমবারও একই পূর্বাভাস রয়েছে।

সোমবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাজুড়ে (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় উপরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর কালিম্পং এবং দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।" এছাড়াও আগামিকাল 4 তারিখ অর্থাৎ ভোটের গণনার দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।"

কেরলে বর্ষা প্রবেশ করলেও এখনই দক্ষিণবঙ্গে তা ঢুকছে না। তবে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি পারদ সেভাবে চড়তে দিচ্ছে না। আরও কয়েকদিন আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন না-হলেও দু'দিন পর থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । 10 তারিখের পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

কলকাতার ক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ, দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। দিনের তাপমাত্রা আগামী দু'দিনে কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 75 শতাংশ ৷

Last Updated : Jun 3, 2024, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.