ETV Bharat / state

দানা: মোতায়েন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বেহাল নদী বাঁধ পরিদর্শনে মন্ত্রী

গঙ্গাসাগর থেকে 620 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'দানা' ৷ আছড়ে পড়ার আগেই আতঙ্কিত সুন্দরবনবাসী ৷ প্রশাসনের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

Cyclone Dana cope up preparations
বেহাল নদী বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়নমন্ত্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 4:25 PM IST

গঙ্গাসাগর, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পরার আগে বেহাল নদীবাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ বুধবার সকাল থেকে সাগরের বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি ৷

ইতিমধ্যেই গঙ্গাসাগর-সহ দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । দক্ষিণ 24 পরগনার মোট 76টি ভাঙন কবলিত এলাকা প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে । সুন্দরবনের গঙ্গাসাগর থেকে গোসাবা পর্যন্ত মাটির নদী বাঁধগুলি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের সেচ দফতর । সেই কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ব্লক প্রশাসন (ইটিভি ভারত)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গঙ্গাসাগর থেকে ঘূর্ণিঝড় 'দানা' বর্তমানে অবস্থান করছে 620 কিলোমিটার দূরে । বঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট শুরু হওয়ার আগেই আতঙ্কিত সুন্দরবনবাসী । কারণ ঝড়ে প্রত্যেকবারই কমবেশি ক্ষয়ক্ষতি হয় উপকূল তীরবর্তী এলাকায় ৷ সেকানকার বাসিন্দাদের জীবন জীবিকায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে ৷

Cyclone Dana cope up preparations
সাগরে চলছে বারেবারে মাইকিং (নিজস্ব ছবি)

ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় মঙ্গলবার সুন্দরবন উন্নয়নমন্ত্রীর তরফ থেকে কাকদ্বীপের এসডিও অফিসে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চলে । উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যবস্থা শুরু করে দিয়েছে ব্লক প্রশাসন । গঙ্গাসাগরে ঘূর্ণিঝড়ের আতঙ্কে সমস্ত স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ।

Cyclone Dana cope up preparations
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন মন্ত্রীর (নিজস্ব ছবি)
Cyclone Dana cope up preparations
বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি ও হাওয়ার দাপট (নিজস্ব ছবি)

রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইটিভি ভারতকে বলেন, "দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়া হয়েছে । দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । ইতিমধ্যে ত্রাণ শিবিরগুলি খুলে দেওয়া হয়েছে । ঘোড়ামারা-সহ নামখানার বেশকিছু নিচু এলাকা থেকে মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ।"

Cyclone Dana cope up preparations
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন মন্ত্রীর (নিজস্ব ছবি)

ঘূর্ণিঝড় দানা'র হানায় বঙ্গের দুয়ারে দুর্যোগ, একাধিক জেলায় জারি লাল সতর্কতা

গঙ্গাসাগর, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পরার আগে বেহাল নদীবাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ বুধবার সকাল থেকে সাগরের বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি ৷

ইতিমধ্যেই গঙ্গাসাগর-সহ দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । দক্ষিণ 24 পরগনার মোট 76টি ভাঙন কবলিত এলাকা প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে । সুন্দরবনের গঙ্গাসাগর থেকে গোসাবা পর্যন্ত মাটির নদী বাঁধগুলি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের সেচ দফতর । সেই কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ব্লক প্রশাসন (ইটিভি ভারত)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গঙ্গাসাগর থেকে ঘূর্ণিঝড় 'দানা' বর্তমানে অবস্থান করছে 620 কিলোমিটার দূরে । বঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট শুরু হওয়ার আগেই আতঙ্কিত সুন্দরবনবাসী । কারণ ঝড়ে প্রত্যেকবারই কমবেশি ক্ষয়ক্ষতি হয় উপকূল তীরবর্তী এলাকায় ৷ সেকানকার বাসিন্দাদের জীবন জীবিকায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে ৷

Cyclone Dana cope up preparations
সাগরে চলছে বারেবারে মাইকিং (নিজস্ব ছবি)

ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় মঙ্গলবার সুন্দরবন উন্নয়নমন্ত্রীর তরফ থেকে কাকদ্বীপের এসডিও অফিসে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চলে । উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যবস্থা শুরু করে দিয়েছে ব্লক প্রশাসন । গঙ্গাসাগরে ঘূর্ণিঝড়ের আতঙ্কে সমস্ত স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ।

Cyclone Dana cope up preparations
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন মন্ত্রীর (নিজস্ব ছবি)
Cyclone Dana cope up preparations
বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি ও হাওয়ার দাপট (নিজস্ব ছবি)

রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইটিভি ভারতকে বলেন, "দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়া হয়েছে । দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । ইতিমধ্যে ত্রাণ শিবিরগুলি খুলে দেওয়া হয়েছে । ঘোড়ামারা-সহ নামখানার বেশকিছু নিচু এলাকা থেকে মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ।"

Cyclone Dana cope up preparations
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন মন্ত্রীর (নিজস্ব ছবি)

ঘূর্ণিঝড় দানা'র হানায় বঙ্গের দুয়ারে দুর্যোগ, একাধিক জেলায় জারি লাল সতর্কতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.