গঙ্গাসাগর, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পরার আগে বেহাল নদীবাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ বুধবার সকাল থেকে সাগরের বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি ৷
ইতিমধ্যেই গঙ্গাসাগর-সহ দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । দক্ষিণ 24 পরগনার মোট 76টি ভাঙন কবলিত এলাকা প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে । সুন্দরবনের গঙ্গাসাগর থেকে গোসাবা পর্যন্ত মাটির নদী বাঁধগুলি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের সেচ দফতর । সেই কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গঙ্গাসাগর থেকে ঘূর্ণিঝড় 'দানা' বর্তমানে অবস্থান করছে 620 কিলোমিটার দূরে । বঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট শুরু হওয়ার আগেই আতঙ্কিত সুন্দরবনবাসী । কারণ ঝড়ে প্রত্যেকবারই কমবেশি ক্ষয়ক্ষতি হয় উপকূল তীরবর্তী এলাকায় ৷ সেকানকার বাসিন্দাদের জীবন জীবিকায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে ৷
ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় মঙ্গলবার সুন্দরবন উন্নয়নমন্ত্রীর তরফ থেকে কাকদ্বীপের এসডিও অফিসে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চলে । উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যবস্থা শুরু করে দিয়েছে ব্লক প্রশাসন । গঙ্গাসাগরে ঘূর্ণিঝড়ের আতঙ্কে সমস্ত স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ।
রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইটিভি ভারতকে বলেন, "দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়া হয়েছে । দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । ইতিমধ্যে ত্রাণ শিবিরগুলি খুলে দেওয়া হয়েছে । ঘোড়ামারা-সহ নামখানার বেশকিছু নিচু এলাকা থেকে মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ।"
ঘূর্ণিঝড় দানা'র হানায় বঙ্গের দুয়ারে দুর্যোগ, একাধিক জেলায় জারি লাল সতর্কতা