ETV Bharat / state

দেবকে পাশে নিয়ে আরামবাগ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর - ঘাটাল মাস্টার প্ল্যান

Mamata Banerjee: বন্যা নিয়ন্ত্রণে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের ৷ সেই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বারবার তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ সোমবার হুগলির আরামবাগে ঘাটালের সাংসদ দেবকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানালেন, এবার রাজ্য সরকারই বাস্তবায়িত করবে ঘাটাল মাস্টার প্ল্যান ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 3:10 PM IST

Updated : Feb 12, 2024, 3:55 PM IST

দেবকে পাশে নিয়ে আরামবাগ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগ, 12 ফেব্রুয়ারি: ঘাটাল মাস্টার প্ল্যান এবার বাস্তবায়িত করবে রাজ্য সরকার ৷ সোমবার হুগলির আরামবাগে প্রশাসনিক জনসভার মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন তিনি যখন এই ঘোষণা করছেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেবও ৷ তিনি এই নিয়ে বলেন, ‘‘দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করেছিলাম ৷ কিন্তু হয়নি ৷ এখন দিদি একমাত্র ভরসা । এই ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্ন থাকবে না ৷ সত্যি হতে চলেছে ।’’

এ দিন দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবার চন্দ্রকোনা-ঘাটাল, আমি যদি না বলি দেব আমার সঙ্গে ঝগড়া করবে ৷... ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে ৷ আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার মুখ্যসচিব (বিপি গোপালিকা) এবং আমাদের সেচ সচিব প্রভাত মিশ্রর সঙ্গে ৷ আগেও কপালেশ্বরী-কেলেঘাই আমরা করে দিয়েছি ৷ ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যার হাত থেকে বেঁচেছে ৷’’

Mamata Banerjee
হুগলির আরামবাগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ-অভিনেতা দেব৷

এর পরই তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গে আসেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি ৷ 17 লক্ষ মানুষ উপকৃত হবেন ৷...আর ঘাটাল মাস্টার প্ল্যান, আরও যে 1 হাজার আড়াইশো কোটি টাকা লাগবে, আমি ইতিমধ্য়েই বলেছি ৷ এগুলো ফেজ বাই ফেজ (বিভিন্ন পর্যায়ে) করতে হয় ৷ তিনচার বছর সময় লাগে ৷’’

এ পর্যন্ত বলার পর সাংসদ তথা অভিনেতা দেবকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেব যখন আমার কাছে আবদার করেছে ৷ দিদি ভাইকে তো ফেরাতে পারে না ৷ তাই কেন্দ্রের উপর ভরসা করে বসে না থেকে, কবে দিল্লি দেবে, তার পরে হবে ৷ তা চিন্তা না করে, আমি নির্দেশ দিচ্ছি তিনচার বছর মধ্য়ে এটা করে ফেলার জন্য ৷’’

Mamata Banerjee
হুগলির আরামবাগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ-অভিনেতা দেব৷

এ দিন ওই একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার আগে বক্তৃতা করেন দেবও ৷ তিনি বলেন, ‘‘আমি রাজনীতিতে এসছিলাম দিদির হাত ধরে । এই দলে থেকে গেলাম দিদির হাত ধরেই । আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।আমি ঘাটালের মানুষের জন্য ফিরলাম । আমার দশ বছরের লড়াই, ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, ঘাটাল মাস্টার প্ল্যান ।’’

তিনি আরও বলেন, ‘‘2024 এ কে জিতবে জানি না ! আমি জিতব কি না জানি না ! আমার দশ বছর ধরে কেন্দ্র সঙ্গে লড়েছি । কিন্তু কেন্দ্র এই প্ল্যান অনুমোদন করেনি । জিতব কি জিতব না, জানি না ! তবে যেই হারুক, যেই জিতুক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে একটাই অনুরোধ রইল ঘাটার মাস্টার প্ল্যান যেন হয় । মানুষকে ভালো রাখার জন্য সবসময় প্রস্তুত আছি । দশ বছর ধরে কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম ৷ কিন্তু হয়নি এখন দিদি একমাত্র ভরসা । এই ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্ন থাকবে না ৷ সত্যি হতে চলেছে ।’’

আরও পড়ুন:

  1. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
  2. চেয়ারম্যানের পদ গেল শঙ্করের, মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই পরিবর্তন
  3. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের

দেবকে পাশে নিয়ে আরামবাগ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগ, 12 ফেব্রুয়ারি: ঘাটাল মাস্টার প্ল্যান এবার বাস্তবায়িত করবে রাজ্য সরকার ৷ সোমবার হুগলির আরামবাগে প্রশাসনিক জনসভার মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন তিনি যখন এই ঘোষণা করছেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেবও ৷ তিনি এই নিয়ে বলেন, ‘‘দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করেছিলাম ৷ কিন্তু হয়নি ৷ এখন দিদি একমাত্র ভরসা । এই ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্ন থাকবে না ৷ সত্যি হতে চলেছে ।’’

এ দিন দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবার চন্দ্রকোনা-ঘাটাল, আমি যদি না বলি দেব আমার সঙ্গে ঝগড়া করবে ৷... ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে ৷ আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার মুখ্যসচিব (বিপি গোপালিকা) এবং আমাদের সেচ সচিব প্রভাত মিশ্রর সঙ্গে ৷ আগেও কপালেশ্বরী-কেলেঘাই আমরা করে দিয়েছি ৷ ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যার হাত থেকে বেঁচেছে ৷’’

Mamata Banerjee
হুগলির আরামবাগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ-অভিনেতা দেব৷

এর পরই তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গে আসেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি ৷ 17 লক্ষ মানুষ উপকৃত হবেন ৷...আর ঘাটাল মাস্টার প্ল্যান, আরও যে 1 হাজার আড়াইশো কোটি টাকা লাগবে, আমি ইতিমধ্য়েই বলেছি ৷ এগুলো ফেজ বাই ফেজ (বিভিন্ন পর্যায়ে) করতে হয় ৷ তিনচার বছর সময় লাগে ৷’’

এ পর্যন্ত বলার পর সাংসদ তথা অভিনেতা দেবকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেব যখন আমার কাছে আবদার করেছে ৷ দিদি ভাইকে তো ফেরাতে পারে না ৷ তাই কেন্দ্রের উপর ভরসা করে বসে না থেকে, কবে দিল্লি দেবে, তার পরে হবে ৷ তা চিন্তা না করে, আমি নির্দেশ দিচ্ছি তিনচার বছর মধ্য়ে এটা করে ফেলার জন্য ৷’’

Mamata Banerjee
হুগলির আরামবাগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ-অভিনেতা দেব৷

এ দিন ওই একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার আগে বক্তৃতা করেন দেবও ৷ তিনি বলেন, ‘‘আমি রাজনীতিতে এসছিলাম দিদির হাত ধরে । এই দলে থেকে গেলাম দিদির হাত ধরেই । আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।আমি ঘাটালের মানুষের জন্য ফিরলাম । আমার দশ বছরের লড়াই, ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, ঘাটাল মাস্টার প্ল্যান ।’’

তিনি আরও বলেন, ‘‘2024 এ কে জিতবে জানি না ! আমি জিতব কি না জানি না ! আমার দশ বছর ধরে কেন্দ্র সঙ্গে লড়েছি । কিন্তু কেন্দ্র এই প্ল্যান অনুমোদন করেনি । জিতব কি জিতব না, জানি না ! তবে যেই হারুক, যেই জিতুক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে একটাই অনুরোধ রইল ঘাটার মাস্টার প্ল্যান যেন হয় । মানুষকে ভালো রাখার জন্য সবসময় প্রস্তুত আছি । দশ বছর ধরে কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম ৷ কিন্তু হয়নি এখন দিদি একমাত্র ভরসা । এই ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্ন থাকবে না ৷ সত্যি হতে চলেছে ।’’

আরও পড়ুন:

  1. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
  2. চেয়ারম্যানের পদ গেল শঙ্করের, মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই পরিবর্তন
  3. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের
Last Updated : Feb 12, 2024, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.