কলকাতা, 9 নভেম্বর: ন্যায়বিচার চেয়ে লড়াইয়ের তিন মাস ! আর সেই উপলক্ষ্যে শনিবার আবারও জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিবাদ দেখল শহর কলকাতা।
দিনভর কর্মসুচি নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সব শেষে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে মোমবাতি মিছিল করেন আন্দোলনকারীরা।
মিছিল শুরুর আগে জুনিয়ার চিকিৎসকদের অবস্থান মঞ্চে 'অভয়া'কে স্মরণ করে নীরবতা পালন করা হয়। তার জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছিল। এরপর মোমবাতি হাতে ক্যাম্পাস চত্বরে মিছিল হয় । এদিনের মোমবাতি মিছিলে অংশ নেয় বহু রোগীর পরিবার।
মিছিল শুরুর আগে আরজি কর হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক প্রতিমা প্রধান বলেন, "আমরা এখনও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি । সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এবং অটল পদক্ষেপ নিতে হবে। ন্যায়বিচার না-আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সরকার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ। বার বার একই ছবি দেখা গিয়েছে । আর তা দেখতে দেখতে আমরা ক্ষুব্ধ । আমরা চাই, দ্রুত সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।"
বিগত কয়েক মাসে বারবার সংবাদ শিরোনামে এসেছে আরজি কর কলেজ ও হাসপাতাল। তরুণী চিকিৎসকের মৃ্ত্যুর কয়েকদিন বাদে স্বাধীনতা দিবসের আগের রাতে প্রথম বার রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। সেদিন রাতে দুষ্কৃতী হামলা চলেছিল হাসপাতালের জরুরি বিভাগে। একই ভবনের সেমিনার রুমে মিলেছিল তরুণী চিকিৎসকের দেহ ৷ সে কথা মাথায় রেখে জরুরি বিভাগের সামনে থেকেই মিছিল শুরু করেন জুনিয়র চিকিৎসকরা । নির্যাতিতার স্মরণে হাসপাতালে একটি প্রতিকী মূর্তি স্থাপন করা হয়েছে । সকলেই মোমবাতি হাতে মূর্তির সামনে গিয়ে শ্রদ্ধা জানান।