ETV Bharat / state

স্যালাইন-কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিআইডি টিম - CID TEAM AT MIDNAPORE MEDICAL

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মঙ্গলবারই স্যালাইন-কাণ্ডের তদন্তে নেমে পড়ল সিআইডি ৷ মেদিনীপুর হাসপাতালে এল দুই সদস্যের প্রতিনিধি দল ৷ আরও একটি দল আসবে ৷

saline incident cid investigation
স্যালাইন-কাণ্ডে তদন্তে মেদিনীপুর হাসপাতালে এল সিআইডি'র দল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 1:21 PM IST

Updated : Jan 14, 2025, 2:48 PM IST

মেদিনীপুর, 14 জানুয়ারি: স্যালাইন-কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এল সিআইডির দুই সদস্যের প্রতিনিধি দল । এই দলটি সিআইডি-র খড়গপুরের অফিস থেকে এসেছে বলে জানা গিয়েছে । কলকাতা থেকে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিআইডির আরেকটি দলও এসে পৌঁছবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে । তবে এখন প্রথম দলটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলছে ৷ একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে বলে সূত্রের খবর ।

সোমবার স্যালাইন-কাণ্ডে গাফিলতি মেনে নিয়েছে রাজ্য প্রশাসন । এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে । সেই রিপোর্ট পর্যালোচনা করেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য-প্রশাসন সূত্রে খবর । সোমবার এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক সম্মেলন করে গাফিলতি মেনে সিআইডি তদন্তের কথা জানান ।

saline incident cid investigation
সিআইডি'র দুই সদস্যের প্রতিনিধি দল মেদিনীপুর হাসপাতালে (নিজস্ব ছবি)

অন্যদিকে, তদন্তভার সিআইডির হাতে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিহত প্রসূতি মামণি রুইদাসের স্বামী ৷ দেবাশিস রুইদাস বলেন, "আমরা তো জানি না । শুনেছি, রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে । সিআইডি যেন ভালোভাবে তদন্ত করে । কীভাবে মৃত্যু হল মামণির, আমরাও তা জানতে চাই । সুস্থভাবে বাড়ি থেকে এসেছিল । ডাক্তারদের ভুল না স্যালাইনের ভুল ? এই সত্যটা আমরাও জানতে চাই ।"

saline incident cid investigation
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (নিজস্ব ছবি)

এ প্রসঙ্গে দেবাশিসের দিদি রুম্পা দাস বলেন, "সরকার সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে । সত্যিটা উঠে আসুক । আমরা চাই দোষীরা কঠোর শাস্তি পাক । আর যেন কোনও সন্তানকে জন্মের পরই মাকে হারাতে না হয় ।"

প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ও বাকিদের অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি । অভিযোগ, নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল ওই সকল প্রসূতিদের । পাশাপাশি রোগীর পরিবারের অভিযোগ, প্রসূতিদের অস্ত্রোপচারের ক্ষেত্রে চিকিৎসার গাফিলতি রয়েছে । সেই ঘটনার তদন্তে রাজ্য সরকার ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে । এদিন সকালে সিআইডির দুই সদস্যের প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছয় । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি'র আধিকারিকেরা ।

saline incident cid investigation
মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিআইডি টিম (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে । তারা তদন্ত করে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে । তারপরই মুখ্যসচিব মনোজ পন্থ এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজনের কথা জানান । তিনি এও জানান, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি সিআইডিও এই ঘটনার তদন্ত করবে । তাদের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে ।

মেদিনীপুর, 14 জানুয়ারি: স্যালাইন-কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এল সিআইডির দুই সদস্যের প্রতিনিধি দল । এই দলটি সিআইডি-র খড়গপুরের অফিস থেকে এসেছে বলে জানা গিয়েছে । কলকাতা থেকে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিআইডির আরেকটি দলও এসে পৌঁছবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে । তবে এখন প্রথম দলটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলছে ৷ একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে বলে সূত্রের খবর ।

সোমবার স্যালাইন-কাণ্ডে গাফিলতি মেনে নিয়েছে রাজ্য প্রশাসন । এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে । সেই রিপোর্ট পর্যালোচনা করেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য-প্রশাসন সূত্রে খবর । সোমবার এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক সম্মেলন করে গাফিলতি মেনে সিআইডি তদন্তের কথা জানান ।

saline incident cid investigation
সিআইডি'র দুই সদস্যের প্রতিনিধি দল মেদিনীপুর হাসপাতালে (নিজস্ব ছবি)

অন্যদিকে, তদন্তভার সিআইডির হাতে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিহত প্রসূতি মামণি রুইদাসের স্বামী ৷ দেবাশিস রুইদাস বলেন, "আমরা তো জানি না । শুনেছি, রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে । সিআইডি যেন ভালোভাবে তদন্ত করে । কীভাবে মৃত্যু হল মামণির, আমরাও তা জানতে চাই । সুস্থভাবে বাড়ি থেকে এসেছিল । ডাক্তারদের ভুল না স্যালাইনের ভুল ? এই সত্যটা আমরাও জানতে চাই ।"

saline incident cid investigation
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (নিজস্ব ছবি)

এ প্রসঙ্গে দেবাশিসের দিদি রুম্পা দাস বলেন, "সরকার সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে । সত্যিটা উঠে আসুক । আমরা চাই দোষীরা কঠোর শাস্তি পাক । আর যেন কোনও সন্তানকে জন্মের পরই মাকে হারাতে না হয় ।"

প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ও বাকিদের অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি । অভিযোগ, নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল ওই সকল প্রসূতিদের । পাশাপাশি রোগীর পরিবারের অভিযোগ, প্রসূতিদের অস্ত্রোপচারের ক্ষেত্রে চিকিৎসার গাফিলতি রয়েছে । সেই ঘটনার তদন্তে রাজ্য সরকার ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে । এদিন সকালে সিআইডির দুই সদস্যের প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছয় । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি'র আধিকারিকেরা ।

saline incident cid investigation
মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিআইডি টিম (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে । তারা তদন্ত করে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে । তারপরই মুখ্যসচিব মনোজ পন্থ এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজনের কথা জানান । তিনি এও জানান, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি সিআইডিও এই ঘটনার তদন্ত করবে । তাদের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে ।

Last Updated : Jan 14, 2025, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.