ETV Bharat / sports

ক্রিকেটারদের জন্য 10 দফা ফতোয়া বোর্ডের, আওতায় পরিবারও; রইল ফিরিস্তি - BCCI 10 POINT POLICY

দলে তারকা সংস্কৃতি বন্ধ করতে উদ্যোগী ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ জারি হল ফতোয়া ৷ না-মানলে আইপিএলে অংশগ্রহণে জারি হতে পারে নিষেধাজ্ঞা ৷

BCCI 10 POINT POLICY
ক্রিকেটারদের জন্য ফতোয়া বোর্ডের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 17, 2025, 3:47 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: দলের অন্দরমহলে শৃঙ্খলা আরও আঁটোসাঁটো করতে উদ্যোগী হল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ ক্রিকেটার এবং তাঁর পরিবারদের জন্য জারি হল 10 দফা নিয়ম ৷ অস্ট্রেলিয়া সফরে হতশ্রী পারফরম্যান্সের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে না-পারার বিষয়টি যে বিসিসিআই'কে বেশ ভালোরকম নাড়িয়ে দিয়েছে, তার প্রমাণ এই ফতোয়া ৷ যেখানে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে শুরু করে বিদেশ সফরে ক্রিকেটারদের স্বাধীনতায় কোপ, সব উল্লেখ করা রয়েছে ৷

একনজরে সেই ফতোয়া:

  • বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নথিভুক্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক ৷ এমনকী ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স জাতীয় দলে সুযোগেরও নির্ণায়ক হবে ৷ ফলে ঘরোয়া ক্রিকেটের ভারসাম্য যেমন রক্ষিত হবে, তেমনই প্রতিভা অন্বেষণ-ম্য়াচ ফিটনেসও বজায় থাকবে ৷ আরও শক্তিশালী হবে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো ৷ অংশগ্রহণ করতে না-পারলে তা আগাম নোটিশ দিয়ে জানাতে হবে এবং নির্বাচক কমিটির চেয়ারম্য়ানের অনুমতি এক্ষেত্রে আবশ্যক ৷ একইসঙ্গে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে ৷
  • সকল ক্রিকেটারকে অনুশীলনের জন্য কিংবা ম্য়াচের জন্য দলের সঙ্গে যেতে হবে ৷ এক্ষেত্রে ব্যক্তিগত বন্দোবস্ত কিংবা পরিবারের সঙ্গে যাওয়া দলের সংহতিতে বিঘ্ন ঘটায় বলে জানিয়েছে বিসিসিআই ৷ নিতান্ত প্রয়োজনে কোচ কিংবা নির্বাচক প্রধানের অনুমতি শিরোধার্য ৷
  • ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ব্য়াগেজ সংখ্যা ৷ বরাদ্দের অতিরিক্ত মালপত্র বহন করতে গেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে গাঁটের কড়ি খরচ করতে হবে ৷ অহেতুক খরচায় রাশ টানতে এই ফতোয়া বোর্ডের ৷ (লম্বা সফরে ক্রিকেটাররা 3টি স্যুটকেস এবং দু'টি কিটব্য়াগ সঙ্গে নিতে পারবেন ৷ স্বল্পমেয়াদী সফরে জোড়া স্যুটকেস এবং একটি কিটব্যাগ বইতে পারবেন ক্রিকেটাররা ৷ হোম সিরিজে সংখ্যাটা হবে দু'টি স্যুটকেস ও দু'টি কিটব্য়াগ ৷)
BCCI 10 POINT POLICY
10 দফা ফতোয়া বোর্ডের (ETV Bharat)
  • আপ্তসহায়ক, শ্যেফ, সহকারি কিংবা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা ৷ লজিস্টিক নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ এবং খরচা কমাতেই এই নিয়ম বোর্ডের ৷
  • ঘরের মাঠে সিরিজ বা বিদেশে সফরের মাঝপথে কোনও বিজ্ঞাপনী শুটিংয়ে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা ৷ খেলায় মনোসংযোগে যাতে বিচ্যুতি না-ঘটে সেকারণেই এই ঘোষণা বোর্ডের ৷
  • সকল ক্রিকেটারকে পূর্ব ঘোষিত অনুশীলনে যোগদান করতে হবে দলের সঙ্গে এবং সেটা নির্দিষ্ট ভেন্যু থেকে ৷
BCCI 10 POINT POLICY
10 দফা ফতোয়া বোর্ডের (ETV Bharat)
  • 45 দিন বা তার বেশি সময়ের বিদেশ সফরে ক্রিকেটারেদের স্ত্রী এবং সন্তান (18 বছরের কম) একবারই দলের সঙ্গে যেতে পারবেন ৷ তাঁরা সর্বাধিক দু'সপ্তাহ ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবেন বিদেশে ৷ এই নির্দিষ্ট সময়কালের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করবে বোর্ড ৷ বাকি খরচ সংশ্লিষ্ট ক্রিকেটারের নিজস্ব ৷
  • বোর্ডের বিভিন্ন অনুষ্ঠান, প্রচারমূলক কর্মকাণ্ড কিংবা ফটোশুটে ক্রিকেটারদের উপস্থিতি আবশ্যক ৷
  • কোনও সফর গেলে নির্ধারিত সময় পর্যন্ত দলের সঙ্গেই থাকতে হবে ক্রিকেটারদের ৷ সময়ের আগে ম্য়াচ শেষ হয়ে গেলেও ক্রিকেটাররা শিবির ছেড়ে বেরোতে পারবেন না ৷ দলের মধ্যে একতা যাতে বিঘ্নিত না-হয়, তাই এই সিদ্ধান্ত বিসিসিআই'য়ের ৷

আরও পড়ুন:

মুম্বই, 17 জানুয়ারি: দলের অন্দরমহলে শৃঙ্খলা আরও আঁটোসাঁটো করতে উদ্যোগী হল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ ক্রিকেটার এবং তাঁর পরিবারদের জন্য জারি হল 10 দফা নিয়ম ৷ অস্ট্রেলিয়া সফরে হতশ্রী পারফরম্যান্সের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে না-পারার বিষয়টি যে বিসিসিআই'কে বেশ ভালোরকম নাড়িয়ে দিয়েছে, তার প্রমাণ এই ফতোয়া ৷ যেখানে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে শুরু করে বিদেশ সফরে ক্রিকেটারদের স্বাধীনতায় কোপ, সব উল্লেখ করা রয়েছে ৷

একনজরে সেই ফতোয়া:

  • বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নথিভুক্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক ৷ এমনকী ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স জাতীয় দলে সুযোগেরও নির্ণায়ক হবে ৷ ফলে ঘরোয়া ক্রিকেটের ভারসাম্য যেমন রক্ষিত হবে, তেমনই প্রতিভা অন্বেষণ-ম্য়াচ ফিটনেসও বজায় থাকবে ৷ আরও শক্তিশালী হবে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো ৷ অংশগ্রহণ করতে না-পারলে তা আগাম নোটিশ দিয়ে জানাতে হবে এবং নির্বাচক কমিটির চেয়ারম্য়ানের অনুমতি এক্ষেত্রে আবশ্যক ৷ একইসঙ্গে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে ৷
  • সকল ক্রিকেটারকে অনুশীলনের জন্য কিংবা ম্য়াচের জন্য দলের সঙ্গে যেতে হবে ৷ এক্ষেত্রে ব্যক্তিগত বন্দোবস্ত কিংবা পরিবারের সঙ্গে যাওয়া দলের সংহতিতে বিঘ্ন ঘটায় বলে জানিয়েছে বিসিসিআই ৷ নিতান্ত প্রয়োজনে কোচ কিংবা নির্বাচক প্রধানের অনুমতি শিরোধার্য ৷
  • ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ব্য়াগেজ সংখ্যা ৷ বরাদ্দের অতিরিক্ত মালপত্র বহন করতে গেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে গাঁটের কড়ি খরচ করতে হবে ৷ অহেতুক খরচায় রাশ টানতে এই ফতোয়া বোর্ডের ৷ (লম্বা সফরে ক্রিকেটাররা 3টি স্যুটকেস এবং দু'টি কিটব্য়াগ সঙ্গে নিতে পারবেন ৷ স্বল্পমেয়াদী সফরে জোড়া স্যুটকেস এবং একটি কিটব্যাগ বইতে পারবেন ক্রিকেটাররা ৷ হোম সিরিজে সংখ্যাটা হবে দু'টি স্যুটকেস ও দু'টি কিটব্য়াগ ৷)
BCCI 10 POINT POLICY
10 দফা ফতোয়া বোর্ডের (ETV Bharat)
  • আপ্তসহায়ক, শ্যেফ, সহকারি কিংবা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা ৷ লজিস্টিক নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ এবং খরচা কমাতেই এই নিয়ম বোর্ডের ৷
  • ঘরের মাঠে সিরিজ বা বিদেশে সফরের মাঝপথে কোনও বিজ্ঞাপনী শুটিংয়ে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা ৷ খেলায় মনোসংযোগে যাতে বিচ্যুতি না-ঘটে সেকারণেই এই ঘোষণা বোর্ডের ৷
  • সকল ক্রিকেটারকে পূর্ব ঘোষিত অনুশীলনে যোগদান করতে হবে দলের সঙ্গে এবং সেটা নির্দিষ্ট ভেন্যু থেকে ৷
BCCI 10 POINT POLICY
10 দফা ফতোয়া বোর্ডের (ETV Bharat)
  • 45 দিন বা তার বেশি সময়ের বিদেশ সফরে ক্রিকেটারেদের স্ত্রী এবং সন্তান (18 বছরের কম) একবারই দলের সঙ্গে যেতে পারবেন ৷ তাঁরা সর্বাধিক দু'সপ্তাহ ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবেন বিদেশে ৷ এই নির্দিষ্ট সময়কালের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করবে বোর্ড ৷ বাকি খরচ সংশ্লিষ্ট ক্রিকেটারের নিজস্ব ৷
  • বোর্ডের বিভিন্ন অনুষ্ঠান, প্রচারমূলক কর্মকাণ্ড কিংবা ফটোশুটে ক্রিকেটারদের উপস্থিতি আবশ্যক ৷
  • কোনও সফর গেলে নির্ধারিত সময় পর্যন্ত দলের সঙ্গেই থাকতে হবে ক্রিকেটারদের ৷ সময়ের আগে ম্য়াচ শেষ হয়ে গেলেও ক্রিকেটাররা শিবির ছেড়ে বেরোতে পারবেন না ৷ দলের মধ্যে একতা যাতে বিঘ্নিত না-হয়, তাই এই সিদ্ধান্ত বিসিসিআই'য়ের ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.