দেউলা, 17 জানুয়ারি: বাড়িতে খেলার সময় আচমকাই ভেঙে পড়ল ইটের দেওয়াল ৷ চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। জখম হয়েছে আরও এক শিশু। মৃত শিশুর নাম অনুষ্কা মণ্ডল (5) ৷ জখম হয়েছে অঙ্কিতা মণ্ডল । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত দেউলা নাজরা মণ্ডলপাড়া এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়িরই দোতলায় কাপড় দিয়ে দোলনা বানিয়ে দুই বোন খেলাছিল। সেই সময় হঠাৎই ইটের দেওয়াল ভেঙে পড়ে। চাপা পড়ে অনুষ্কা ও অঙ্কিতা ৷ দেওয়াল ভাঙার আওয়াজে বাড়ির সদস্যরা ছুটে আসেন এবং ইটের ভাঙা অংশ থেকে দু'জনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুষ্কার। গুরুতর জখম অবস্থায় অঙ্কিতাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
অঙ্কিতার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উস্তি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আবুল মারজান। এ বিষয়ে অঙ্কিতার এক দিদি জানান, ওরা কাপড় দিয়ে দোলা বানিয়ে খেলছিল । সেই সময় হঠাৎই দেওয়াল ভেঙে গিয়ে এই ঘটনাটি ঘটে। আমরা আগে কিছুই বুঝতে পারিনি ৷
মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা বলেন, "শুক্রবার সকালে খবর পেয়ে এখানে আসি। দুই বোন খেলা করার সময় দেওয়াল চাপা পড়ে ৷ একজনের মৃত্যু হয়েছে আর একজন গুরুতর জখম। আহত শিশুকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দলের পক্ষ থেকে আহত শিশুর চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি।"